ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হোপের আগে শুধুই আমলা

প্রকাশিত: ১০:২৯, ২৩ ডিসেম্বর ২০১৯

 হোপের আগে  শুধুই আমলা

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ধারাবাহিকতায় ছুটে চলার পথে শাই হোপ জায়গা করে নিলেন রেকর্ড বইয়ে। ক্যারিবিয়ান ওপেনার পূর্ণ করেছেন ৩ হাজার ওয়ানডে রান। ওয়ানডে ক্রিকেটে তারচেয়ে দ্রুততায় এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল হাশিম আমলা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রবিবার ব্যক্তিগত ৪৬ রানের ইনিংসের পথে হোপ পেরিয়েছেন ৩ হাজার রান। মাইলফলক ছুঁতে তার লেগেছে ৬৭ ইনিংস। হোপ ছাড়িয়ে গেছেন বাবর আজমকে। পাকিস্তান তারকা ব্যাটসম্যানের লেগেছিল ৬৮ ইনিংস। তিন হাজারি ক্লাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের দ্রুততম ছিলেন ভিভ রিচার্ডস। কিংবদন্তি ব্যাটসম্যানের লেগেছিল ৬৯ ইনিংস। অবশ্য সবার চেয়ে বেশ কিছুটা এগিয়ে থেকে দ্রুততম ৩ হাজার রানের বিশ্বরেকর্ডটি আমলার দখলে। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের লেগেছিল ৫৭ ইনিংস। ওয়ানডেতে ২ থেকে ৭ হাজার পর্যন্ত সবকটি মাইলফলক সবচেয়ে কম ইনিংসে ছোঁয়ার রেকর্ডের মালিকও তিনিই। হোপ যেভাবে এগিয়ে চলেছেন, তাতে আমলাকে ভবিষ্যতে চ্যালেঞ্জ জানাতেই পারেন। ১ হাজার ওয়ানডে রান ছুঁতে হোপের লেগেছিল ৩০ ইনিংস।
×