ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:১৪, ২৩ ডিসেম্বর ২০১৯

  বিএনপির নবগঠিত আহ্বায়ক  কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ এটিএম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক ও মোজাফফর রহমান আলমকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটির অনুমোদন দেন। এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বাগেরহাট বিএনপির দলীয় কোন্দল এখন প্রকাশ্য রূপ পেয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে নবগঠিত আহ্বায়ক কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন। নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে অগণতান্ত্রিক ও বিএনপিকে দলীয়ভাবে ধ্বংস করার প্রচেষ্টা উল্লেখ করে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা বিএনপি’র কোন কর্মকান্ডের সঙ্গে ছিল না। তাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি থাকলে আমরা সাংগঠনিকভাবে দুর্বল হব। আমাদের মূল লক্ষ্য খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারব না। তিনি আরও বলেন, জেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ না করে অগণতান্ত্রিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ বছর ধরে যারা বিএনপির রাজনীতি থেকে দূরে ছিল তাদের এই কমিটিতে রাখা হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামও এই কমিটিতে স্থান পেয়েছে। আমি মনে করি এই কমিটি ভবিষ্যতে বাগেরহাট জেলা বিএনপিকে দুর্বল করবে। এই কমিটি দিয়ে কোনভাবে পূর্ণাঙ্গ ভাল কমিটি আশা করা যায় না। তিনদিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনর্গঠনের দাবি জানাই। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম বলেন, যে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে তার আহ্বায়ক ২০ বছর ধরে বিএনপির রাজনীতির বাইরে ছিলেন। যুগ্ম-আহ্বায়ক যারা হয়েছেন তারা থাকেন ঢাকায়। তাদেরও দলের সঙ্গে তেমন কোন যোগাযোগ নেই। এই কমিটি নিয়ে জেলার সাংগঠনিক কমিটিগুলোকে পূর্ণাঙ্গরূপে করা সম্ভব নয়। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এসকেন্দার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজসহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
×