ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিয়ানীবাজারে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশিত: ১১:৪০, ২২ ডিসেম্বর ২০১৯

বিয়ানীবাজারে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

সংবাদদাতা, বিয়ানীবাজার, ২১ ডিসেম্বর ॥ বিয়ানীবাজার উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পঞ্চখ- হরগোবিন্দ (পিএইচজি) সরকারী উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব। উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, পিএইচজি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, একাডেমিক সুপার ভাইজার আরিফুর রহমান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, বিজ্ঞান মেলার সহ-সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। মেলায় আসা শিক্ষার্থীরা জানান, ‘বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এখানে এসেছি। নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি।’ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির কর্মপদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেয়।
×