ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উল্টো পরীক্ষায় ভারত

প্রকাশিত: ১১:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৯

উল্টো পরীক্ষায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ভয়ঙ্কর, দুরন্ত-দুর্বার। ঘরের মাটিতে বিরাট কোহলির দল তো আরও অপ্রতিরোধ্য। অথচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চাপে স্বাগতিকরা। চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় হারের পর সিরিজে টিকে থাকতে বিশাখাপত্তমে আজকের ম্যাচে জিততেই হবে কোহলিদের। এমন পরিস্থিতিতে তারা অবশ্য বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজেও পড়েছিল। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে সিরিজ জিতে নিয়েছিল। এই উইন্ডিজের বিপক্ষেও দ্বিতীয় টি২০তে হারের পর শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছিল ২-১ ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অনেকদিন হলো ক্যারিবীয়রা ভারতে অবস্থান করছে, সেখানে বেশ মানিয়ে উঠেছে তারা। মাঠেও তার প্রতিফলন স্পষ্ট। প্রথম ওয়ানডেতে বলতে গেলে কোহলিদের উড়িয়ে দিয়েছে কাইরন পোলার্ডের দল। আত্মবিশ্বাসী উইন্ডিজ অধিনায়ক পোলার্ড বলেন, ‘ভারতের বিপক্ষে টি২০ সিরিজে ভাল খেলেও আমরা হেরেছিলাম। তবে ঐ সিরিজ থেকে দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। যার প্রতিফলন ছিল প্রথম ওয়ানডেতে। চেন্নাইয়ে আমরা ব্যটিং-বোলিং সব বিভাগে ভাল ক্রিকেট খেলে জিতেছি। বিশাখাপত্তমেই সিরিজ জিততে চাই। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে মাঠে নিজেদের সেরাটাই দিতে হবে। দল প্রস্তুতি নিজেদের সেরাটা দেয়ার জন্য।’ প্রথম ম্যাচে বাজেভাবে হেরে গেলেও পরিসংখ্যান কিন্তু ভারতের হয়ে কথা বলছে। ১৯৮৩ সাল থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অংশ নেয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালে সর্বশেষ দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। এরপর নয়টি সিরিজে অংশ নিয়েও জিততে পারেনি। গত আগস্টে নিজ মাঠে ভারতের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে তারা। চলতি বছর ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে আছে ভারত। এ বছর ২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে ১৭টিতে জয় পায় টিম-ইন্ডিয়া। এর মধ্যে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও ছিল।
×