ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্লাব বিশ্বকাপে মাঠে নামছে লিভারপুল

প্রকাশিত: ১১:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৯

ক্লাব বিশ্বকাপে মাঠে নামছে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন লিভারপুল এবার মিশন শুরু করছে ফিফা ক্লাব বিশ্বকাপে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারে আজ রাতে সরাসরি সেমিফাইনালে মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা। শেষ চারে লিভারপুলের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরি। সেমিতে ওঠার লড়াইয়ে কাতারের ক্লাব আল সাদের মুখোমুখি হয় মন্টেরি। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ৩-২ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে বিরতির পর ম্যাচে ফেরার আভাস দিয়েছিল কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। কিন্তু ৭৭ মিনিটে ফের পিছিয়ে পড়ে আল সাদ। ৮৯ মিনিটে ব্যবধান গোছালেও আর সমতায় ফিরতে পারেনি কাতারের ক্লাবটি। ক্লাব বিশ্বকাপ খেলতে বর্তমানে কাতার অবস্থান করছে লিভারপুল। দলটির কোচ জার্গেন ক্লপ শিরোপা নিয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। জুনিয়র ব্যাডমিন্টন সিরিজ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ। সকালে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন। ৬ দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের ৬২ শাটলার অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৪০ পুরুষ ও ২২ নারী শাটলার রয়েছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে খেলা শুরু হবে।
×