ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলে আজ প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা-রংপুর

অসুস্থ তামিমকে ছাড়াই চট্টগ্রামের মুখোমুখি ঢাকা

প্রকাশিত: ১১:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৯

অসুস্থ তামিমকে ছাড়াই চট্টগ্রামের মুখোমুখি ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ফর্মে ফিরেছিলেন তামিম ইকবাল। চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা প্লাটুনের হয়ে ৫৩ বলে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংসও উপহার দেন। পরের ম্যাচে আবার ২৮ বলে ৩১ রান করেন। তবে স্বরূপে ফেরা তামিমকে ছাড়াই এবার তার শহরে লড়াইয়ে নামতে হবে ঢাকা প্লাটুনকে। কারণ ভাইরাস জ্বর ও কুঁচকিতে ব্যথার জন্য দলের সঙ্গে বন্দরনগরীতেই যেতে পারেননি তামিম। পুরো চট্টগ্রাম পর্বেই হয়তো এ বাঁহাতি ওপেনারের খেলা হবে না। আজ তার দল ঢাকার প্রথম প্রতিপক্ষও স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে। দিনের প্রথম ম্যাচে লড়বে দাসুন শানাকার কুমিল্লা ওয়ারিয়র্স ও মোহাম্মদ নবির রংপুর রেঞ্জার্স। ঢাকা পর্বে কুমিল্লার কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হারের লজ্জাবরণ করা রংপুর শোধ নিতে মরিয়া এই ম্যাচে। বেলা ১টা ৩০ মিনিটে একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে। ঢাকা পর্ব একেবারেই ভাল যায়নি রংপুরের। টানা দুই ম্যাচে হেরেছে তারা খুব বাজেভাবে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে পরাস্ত হয়ে সেই পর্ব শেষ করেছে তারা। আর প্রথম ম্যাচে কুমিল্লার কাছে বিধ্বস্ত হয়েছে অত্যন্ত করুণভাবে। সেই ম্যাচে তারা ১০৫ রানে হেরে যায়। এখন পর্যন্ত চলতি বিপিএলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৬৮ রানেই মুখ থুবড়ে পড়ে রংপুর। এমন লজ্জার শোধ মাত্র সপ্তাহের ব্যবধানেই তুলে নেয়ার সুযোগ রংপুরের। ফিরতি ম্যাচে কুমিল্লাকে এবার ভিন্ন কন্ডিশনের সাগরিকায় পাচ্ছে তারা। দলের ব্যাটিং-বোলিং একসঙ্গে সেভাবে জ্বলে উঠতে না পারাতেই এমন পরিস্থিতি দলটির। দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান, গতিময় তাসকিন আহমেদ, পাকিস্তানের জুনাইদ খান এবং ইংলিশ পেসার লুইস গ্রেগরি সেভাবে জ্বলে উঠতে পারেননি দুই ম্যাচেই। এমন সমৃদ্ধ পেস এ্যাটাকের ওপরই মূলত নির্ভর করতে হবে রংপুরকে আজও। কারণ ব্যাটিং বিভাগে উদীয়মান তারকা মোহাম্মদ নাইম শেখ ও আফগান তারকা মোহাম্মদ শাহজাদ ছাড়া বড় কোন নাম নেই আপাতত। কিন্তু কুমিল্লার আবার ব্যাটিং-বোলিংয়ে বেশ সামঞ্জস্যপূর্ণ একটি দল। ব্যাটিং বিভাগে সৌম্য সরকার, অধিনায়ক শানাকা, ডেভিড মালান, সাব্বির রহমান, ইয়াসির রাব্বিরা আছেন। আবার বোলিং বিভাগে আফগান স্পিনার মুজিব উর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি ও উদীয়মান সুমন খান দারুণ করছেন। তবে এই দলটি নিয়েও সর্বশেষ ম্যাচে তারা ঢাকার কাছে ২০ রানে হেরে গেছে। এবার জয়ের ধারায় ফিরতে চায় দলটি। একসঙ্গে সবাই জ্বলে উঠলে তা খুবই সম্ভব। চট্টগ্রাম পর্বে কিছুটা বেকাদায় পড়ে গেছে ঢাকা। অন্যতম ওপেনার তামিমকে ছাড়াই পুরো সাগরিকার মিশন শেষ করা লাগতে পারে দলটির। কারণ ভাইরাস জ্বর ও কুঁচকির ইনজুরি সমস্যায় ঢাকাতেই থেকে গেছেন এ বাঁহাতি ওপেনার। আগামী এক সপ্তাহ লাগতে পারে তার পুরোপুরি ফিট হয়ে উঠতে। এমন অবস্থায় প্রথম ম্যাচেই স্বাগতিক চট্টগ্রামের মুখোমুখি হবে তারা। ঢাকা পর্বে হওয়া ম্যাচগুলো শেষে চট্টগ্রাম ও ঢাকা একেবারে সমান সাফল্য নিয়েই এসেছে। উভয় দল ৩ ম্যাচ থেকে ২টি করে জয় ও ১টি করে পরাজয় দেখেছে। অর্থাৎ এবার দু’দলের মধ্যে হবে শক্তি ও এগিয়ে যাওয়ার লড়াই। সেদিক থেকে ঢাকা তামিমকে হারালেও শক্তি তেমন কমেনি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলটির বোলিং বিভাগে আছেন শহীদ আফ্রিদি যার ব্যাটে যে কোন সময় উঠতে পারে ঝড়। ওয়াহাব রিয়াজ ও অলরাউন্ডার থিসারা পেরেরা ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন। তরুণ দেশী পেসার হাসান মাহমুদও ভাল করেছেন। ফর্মে আছেন এনামুল হক বিজয়। এখন লরি ইভান্স ও জাকের আলীদের কাছ থেকে বড় ইনিংস পাওয়ার অপেক্ষা। চট্টগ্রাম মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বেশ জ্বলে উঠেছে। অভিজ্ঞ ইমরুল কায়েস ও ক্যারিবীয় তারকা চ্যাডউইক ওয়ালটন রানের মধ্যে আছেন। এবার ঘরের মাঠে ঢাকাকে হারিয়ে শুভ সূচনা করতে চাইবে তারা রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামসদের বোলিংয়ে।
×