ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার রঙিন পোশাকে লাবুশেন

প্রকাশিত: ১০:২২, ১৮ ডিসেম্বর ২০১৯

এবার রঙিন পোশাকে লাবুশেন

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে স্বপ্নের ফর্মে মার্নাস লাবুশেন। বছরের শুরুতে যিনি ছিলেন র‌্যাঙ্কিংয়ের ১১০ নম্বর সেই তিনি এখন সেরা পাঁচে। অবিশ্বাস্য বললেও কম বলা হবে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এবার আরও একটি পুরস্কার পেলেন। সাদা পোশাকে রানের বন্যা বইয়ে দিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিলেন ওয়ানডে দলে। আসন্ন ভারত সফরে তিন ম্যাচের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্বকাপে খেলা অসিদের শেষ পঞ্চাশ ওভারের স্কোয়াডে এসেছে ব্যাপক পরিবর্তন। মানসিক অবসাদের কথা জানিয়ে কিছুদিন আগে সাময়িক অবসরে গেলেও ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু জায়গা হয়নি তার। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস, উসমান খাজা, শন মার্শ, নাথান লেয়ন ও নাথান কুল্টার নাইল। চোটের কারণে নেই পেসার জেসন বেহেরনডর্ফ। এ্যারন ফিঞ্চের দলে আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার। সহ-অধিনায়ক দু’জন, এ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স। গত বছর অক্টোবরে অভিষেক হলেও চলতি ২০১৯ সালে টেস্টে বিশ্বের সর্বোচ্চ রান স্কোরার লাবুশেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ডানহাতি ব্যাটসম্যান সর্বশেষ টানা তিন টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। জানুয়ারিতে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ১১০, এ বছর ১০ টেস্ট খেলে জায়গা করে নিয়েছেন শীর্ষ পাঁচে। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে লীগেও দারুণ পারফর্মেন্স। ৬ ম্যাচে ৬০.৬৬ গড় ও ১০০.৫৫ স্ট্রাইক রেটে করেন ৩৬৪ রান। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য লাবুশেনেকে তৈরি বলে মনে করছি আমরা। কুইন্সল্যান্ডের হয়ে ছোট ফরমেটে দারুণ করেছে ও।’ ম্যাক্সওয়েলের বাদ পড়া প্রসঙ্গে তার বক্তব্য, ‘গত এক বছরে ওয়ানডে ক্রিকেটে ম্যাক্সওয়েল হতাশ করেছে। অন্তত ওর যা মান সেই প্রেক্ষিতে ও সাফল্য পায়নি। তাই বিগ ব্যাশ লীগে খেলবে ও। সেখানে কেমন করে সেদিকে লক্ষ্য থাকবে।’ তবে হার্ডহিটার উইলোবাজ ম্যাক্সের বাদ পড়ার প্রধান কারণ বিশ্বকাপে ২২.১২ গড়ে মাত্র ১৭৭ রান করা। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘ম্যাক্সওয়েলের মতো কাউকে দলে পেতে ভালই লাগে। কিন্তু বাস্তব হলো, গত ১২ মাসে ওর পারফর্মেন্স নেই। সেটা মাথায় রাখতে হবে। আমরা নিশ্চিত যে ও সেরা ফর্মে ফিরে আসবে।’ ভারতে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের দায়িত্ব থাকছে লেগস্পিনার এ্যাডাম জাম্পা ও বাঁ-হাতি স্পিনার এ্যাশটন এ্যাগারের কাঁধে। তাছাড়া প্রয়োজনে এ্যাশটন টার্নার ও লাবুশেনেও হাত ঘোরাবেন। পেস বোলিংয়ে ফিরেছেন জস হ্যাজলউড ও শন এ্যাবট। জানুয়ারিতে ভারত সফরে বিরাট কোহালিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি মুম্বাইয়ে প্রথম ওয়ানডে। ১৭ জানুয়ারি রাজকোটে দ্বিতীয় ওয়ানডে। ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ভারত সফরে ল্যাঙ্গার যাচ্ছেন না, তাই অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করবেন এ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
×