ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার পথেই হাঁটছে রিয়াল

প্রকাশিত: ১২:১৩, ১৭ ডিসেম্বর ২০১৯

বার্সিলোনার পথেই হাঁটছে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ বারবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পারছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার চলমান মৌসুমে বার্সিলোনা যতবার হোঁচট খেয়েছে পরের দিন ঠিক একই কাজ করেছে গ্যালাক্টিকোরা। অথচ কাতালানদের ধাক্কা খাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারলে পয়েন্ট তালিকায় অনেক ওপরে থাকতে পারত জিনেদিন জিদানের দল। রবিবার রাতেও একই কা- ঘটিয়েছে রিয়াল। মেস্টায়া স্টেডিয়ামে স্বাগতিক ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হারতে হারতে কোনরকমে ১-১ গোলে ড্র করে ফিরেছেন সার্জিও রামোস, করিম বেনজেমারা। শেষ মুহূর্তে গোলরক্ষক থিবো কুর্তোয়া ওপরে উঠে এসে দলের সমতাসূচক গোলে আসামান্য অবদান রাখেন। তার করা হেড স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলার মধ্যে রিয়ালের হয়ে পরাজয় এড়ানো গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড করিম বেনজেমা। এর ফলে লীগের গোলদাতার তালিকায় আবারও শীর্ষে ফিরেছেন তিনি। বর্তমানে বেনজেমা ও মেসির গোল সমান ১২টি করে। অথচ আগের রাতে বার্সিলোনা ড্র করায় ম্যাচটি জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেতে পারত রিয়াল। কিন্তু আরেকবার ব্যর্থ হওয়ায় তা হয়নি। যদিও পয়েন্টের হিসেবে আবারও বার্সিলোনাকে ছুঁয়েছে রিয়াল। ১৬টি করে ম্যাচ খেলা দু’দলের পয়েন্ট সমান ৩৫। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থেকেই আগামী বুধবারের এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই নিয়ে টানা দুই ম্যাচে ভালেন্সিয়ার বিরুদ্ধে জয়হীন রইল রিয়াল। সর্বশেষ দেখায় গত এপ্রিলে এই মাঠেই ২-১ গোলে হেরেছিল জিদানের দল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের দখল নিয়ে খেলতে থাকে অতিথিরা। অষ্টম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফেডেরিকো ভালভার্ডের শট রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। প্রথমার্ধে আরও দুটি সুযোগ পায় রিয়াল। তবে বেনজেমার লক্ষ্যভ্রষ্ট হেডের পর রডরিগোর হেড রুখে দেন গোলরক্ষক জাউমে ডোমেনেক। ৩৮ মিনিটে ফাঁকা জাল পেয়েও হেডে গোল করতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার ফেররান টোরেস। বিরতি পর ভালেন্সিয়া গোছালো ফুটবল খেলতে থাকে। ৭৮ মিনিটে গোলও পেয়ে যায় তারা। মাঝমাঠে প্রতিপক্ষের ব্যর্থতায় বলের দখল নিয়ে আক্রমণে ওঠে ভালেন্সিয়া। ডানিয়েল ভাস ডি বক্সে ঢুকে পাস দেন কার্লোস সালোরকে। ঠা-া মাথায় গোল করেন এই মিডফিল্ডার। এগিয়ে গিয়ে ভালেন্সিয়ার খেলায় ধার বাড়ে। বেশ খানিকটা সময় চাপ ধরে রাখে তারা। তবে শেষের নাটকীয়তায় পাল্টে যায় ম্যাচের চিত্র। চার মিনিট যোগ করা সময় তখন শেষ। এ সময় কর্নার পায় রিয়াল। তবে মাঝে একটি ঘটনায় ভিএআর চেক করায় কিছুটা সময় নষ্ট হওয়ায় খেলা চালিয়ে যান রেফারি। গ্যারেথ বেলের বাঁকানো কর্নারে হেড করেন গোলপোস্ট ছেড়ে উঠে আসা রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া। তার হেড ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ফিরতি বল জটলার মধ্যে জালে জড়িয়ে উচ্ছ্বাসে ভাসেন বেনজেমা। সঙ্গত কারণেই প্রশংসায় ভাসছেন কুর্তোয়া। ম্যাচ শেষে এই গোলরক্ষক বলেন, আমি আমার উচ্চতাকে কাজে লাগিয়েছি। আমি দুই মিটার লম্বা এবং আমি কর্নারে গেলে প্রতিপক্ষ চিন্তায় পড়ে যায়। কর্নার কাছের পোস্টে পড়ছিল, বলটা মাথার কাছে দেখে জোরেই হেড নিয়েছিলাম। এরপর বেনজেমা গোল করল। এ প্রসঙ্গে রিয়াল কোচ জিদান বলেন, কুর্তোয়া নিজেই কর্নারের সময় ওঠার সিদ্ধান্ত নিয়েছ এবং এটা প্রমাণ করে সবার মধ্যে কতটা ক্ষুধা কাজ করছিল, আমরা হাল ছাড়ি না। এ সমতার জন্য অনেক কষ্ট করেছি আমরা। এটাই রিয়াল মাদ্রিদ, যারা কখনও হাল ছাড়ে না। তারা বিশ্বাস করে এটা করা সম্ভব এবং সেটা করেছে। দলের এই মানসিকতায় আমি মুগ্ধ।
×