ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলি-পোলার্ডের বিপরীতমুখী বক্তব্য

প্রকাশিত: ১২:০৭, ১৭ ডিসেম্বর ২০১৯

কোহলি-পোলার্ডের বিপরীতমুখী বক্তব্য

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি একবার সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ভারতের হার তিনি কিছুতেই সহ্য করতে পারেন না। তাই জয়-পরাজয় দুই ক্ষেত্রে তার উদ্যাপন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে ক্যামেরায় ধরা পড়ে। পরশু চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় হারে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। এদিন মাঠে রবীন্দ্র জাদেজার রান-আউট ঘিরে ঘটে গেছে তুলকালাম কা-। আম্পায়ার প্রথমে আউট দেননি, প্রতিপক্ষ অধিনায়ক কাইরন পোলার্ড সতীর্থদের নিয়ে জায়ান্ট স্ক্রিনে দেখেন জাদেজা আউট, তখন আম্পায়ারের কাছে আবেদন করেন, থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। যেটি ক্রিকেটের নিয়মের পরিপন্থী বলে বক্তব্য অধিনায়ক বিরাট কোহলির। এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিতি বেশ উত্তপ্ত। বিশাখাপত্তমে বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। উল্লেখ্য, এর আগে টি২০ সিরিজ ২-১এ জিতে নেয় কোহলির ভারত। ঘটনা ভারতের ইনিংসের ৪৮ ওভারে। দ্রুত সিঙ্গেল নিতে দৌড় দিয়েছিলেন জাদেজা। রোস্টন চেসের থ্রো নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙ্গে দেয়। কিন্তু ক্যারিবিয়ান ফিল্ডারদের কেউ রান আউটের আবেদন করেননি। আম্পয়ার শন জর্জও টিভি আম্পায়ারের সাহায্য চাননি। কিন্তু তার পরে জায়ান্ট স্ক্রিনে রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে লাগার সময় জাদেজা ক্রিজের বাইরে আছেন। তা দেখে ওয়েস্ট ইন্ডিজ দল আউটের আবেদন করে। আম্পায়ার শন জর্জ থার্ড আম্পায়ার কল করেন। তখন জাদেজাকে আউট ঘোষণা করা হয়। ক্রুদ্ধ ভঙ্গিতে ড্রেসিং রুমের চেয়ার ছেড়ে উঠে যেতে দেখা যায় অধিনায়ক কোহলিকে। সোজা চলে আসেন সাইটস্ক্রিনের কাছে। তবে মাঠের ভিতরে প্রবেশ করেননি তিনি। কিন্তু হাতের ঘড়ি দেখিয়ে বুঝিয়ে দেন যে, রিপ্লে নেয়ার জন্য সময়ের বিধিনিষেধ আছে। জাদেজা অবশ্যই আউট ছিলেন, কিন্তু আবেদনের সময় নিয়ে তৈরি হয় বিতর্ক। ‘ফিল্ডার আবেদন করেছে। আম্পায়ার নট আউট দিয়েছে। ঘটনা সেখানেই শেষ। রিপ্লে দেখে আবার ক্রিকেটার আপীল করেছে, তারপর আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছে, এমন ঘটনা আমি অন্তত ক্রিকেটে দেখিনি। আম্পায়াররা একবার গিয়ে রিপ্লেটা দেখলে আশাকরি ব্যাপারটা বুঝতে পারবেন।’ ম্যাচ শেষে ক্ষুব্ধ কণ্ঠে বলেন ভারত অধিনায়ক কোহলি। কোহলির মতে ওই সময়ে জাদেজা রান আউট না হলে স্কোরবোর্ডে আরও ১৫-২০ রান যোগ হতো। ম্যাচের ফলও ভিন্ন হতে পারত। আগে ব্যাটিং করে ভারত ৮ উইকেটে ২৮৭ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজ জবাব দেয় দুই সেঞ্চুরিতে। শিমরন হেটমায়ারের সেঞ্চুরির পর শাই হোপ (১০২*) পান সেঞ্চুরি। তাতে স্রেফ উড়ে যায় ভারত। প্রশ্ন উঠছে, এত দেরিতে কি এইভাবে সিদ্ধান্ত বদলাতে পারেন আম্পায়াররা? সরাসরি এ নিয়ে উত্তর দেননি পোলার্ড। দিনশেষে মাঠে সঠিক সিদ্ধান্ত হওয়ায় খুশি সফরকারী উইন্ডিজ অধিনায়ক, ‘আমার জন্য দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। আমরা শুরুতেই আপীল করেছিলাম কিন্তু আম্পায়ার তখন সময় নেননি। এরপর সঠিক সিদ্ধান্তই হয়েছে।’ ১০৬ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার তুলে নেয়া হেটমায়ার জানিয়েছেন যতটা সম্ভব জোরে বল সীমানা ছাড়া করতে পছন্দ তার। ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে জেতাতে পেরে দারুণ খুশি ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
×