ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়ে জুভেন্টাসকে জেতালেন রোনাল্ডো

প্রকাশিত: ১২:০৬, ১৭ ডিসেম্বর ২০১৯

ইতিহাস গড়ে জুভেন্টাসকে জেতালেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ উড়ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই সময়ে দুর্দান্ত পারফর্ম করছেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার। রবিবার উদিনেসের বিপক্ষেও জোড়া গোল করেছেন সিআর সেভেন। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে জুভেন্টাস এদিন ৩-১ গোলে পরাজিত করে ইতালিয়ান সিরি’এ লীগে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দল উদিনেসকে। এই ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের সেরা পাঁচ লীগে গোলসংখ্যায় দুই অঙ্কে (১১) পৌঁছান তিনি। ইতালিয়ান সিরি’এ লীগে রবিবার নিজেদের মাঠে উদিনেসকে আতিথ্য দেয় জুভেন্টাস। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে স্বাগতিক শিবির। তার ফল দেখা যায় স্কোরকার্ডেও। ম্যাচ শুরুর ৯ মিনিটেই প্রথম এগিয়ে যায় তারা। দারুণ এক গোল করে জুভেন্টাসকে প্রথম এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যাচের বয়স যখন ৩৭ মিনিট তখন নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা সিআর সেভেন। চলতি মৌসুমে এটা তার ১১তম গোল। জুভেন্টাসের জার্সিতে ১৯ ম্যাচ খেলে এই গোল করেন তিনি। আর তাতেই নতুন এক কীর্তি গড়েন সিআর সেভেন। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা ১৫ মৌসুমে গোলসংখ্যায় দুই অঙ্কের কোটা স্পর্শ করেন রোনাল্ডো। কিন্তু জুভদের গোলোৎসব যেন তখনও থামেনি। বিরতিতে যাওয়ার আগেই জুভেন্টাসের হয়ে তৃতীয় গোলটি করেন লিওনার্দো বোনুচ্চি। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে উদিনেসের হয়ে সান্ত¡নার এক গোল করেন পুসেত্তো। তবে এই ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু শেষ মুহূর্তে তার অসাধারণ এক শট রুখে দেয় গোলপোস্ট। যে কারণেই সিরি’এ লীগের প্রথম হ্যাটট্রিকটা এখনও দেখা হয়নি সিআর সেভেনের। উদিনেসের বিপক্ষে জয়ের ফলে ৩৯ পয়েন্ট সংগ্রহ এখন জুভদের। শীর্ষে থাকা ইন্টার মিলানেরও পয়েন্ট সমান ৩৯। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ল্যাযিও। দিনের অন্যান্য ম্যাচে রবিবার জয়ের দেখা পেয়েছে রোমা এবং বোলোগনা। রোমা তাদের নিজেদের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্পালকে। ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। একক রাজত্ব চলছে তাদের। গত মৌসুমে রেকর্ড টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় জুভেন্টাস। এবার নিজেদের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও শিরোপার লড়াইয়ে ঠিকই রয়েছে রোনাল্ডো-দিবালারা। শীর্ষ পাঁচ লীগের মধ্যে এবার খুব বাজে সময় পার করছে বেয়ার্ন মিউনিখ। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চেয়েছে তারা। সেই লক্ষ্যে শনিবার জার্মান বুন্দেসলিগাতে বড় জয় তুলে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে শনিবার ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ওয়ের্ডার ব্রেমেনকে। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন বেয়ার্নের ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহো। দুটি গোল করেছেন রবার্ট লেভানডোস্কি। এর ফলে পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। চার নম্বরে উঠে এসেছে তারা। ১৫ ম্যাচ থেকে বেয়ার্ন মিউনিখের সংগ্রহ এখন ২৭ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান আরবি লিপজিগের। এই ম্যাচে বেয়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমে অনন্য এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের এ্যাটাকিং মিডফিল্ডার সারপ্রিত সিং। প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে জার্মান বুন্দেসলিগায় খেলার কৃতিত্ব দেখালেন তিনি। এই ম্যাচের শেষ আট মিনিট বদলি হিসেবে মাঠে ছিলেন সিং। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার এ-লীগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স থেকে বেয়ার্নে যোগ দিয়েছিলেন ২০ বছর বয়সী সিং। হ্যাটট্রিকম্যান ফিলিপে কুটিনহোর স্থানে তার এদিন জার্মান লীগে অভিষেক হয়। ইনজুরি আক্রান্ত কিংসলে কোম্যান ও কোরেনটিন টোলিসো এবং নিষেধাজ্ঞায় থাকা জাভি মার্টিনেজের কারণে সিংয়ের অভিষেকটা সহজ হয়েছে। মাত্র ১১ বছর বয়স থেকেই মিউনিখের নজরে ছিলেন তিনি।
×