ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্মরণ সভায় আমু

মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি ছিল ব্যতিক্রমধর্মী

প্রকাশিত: ০৯:২২, ১৬ ডিসেম্বর ২০১৯

  মহিউদ্দিন চৌধুরীর  রাজনীতি ছিল  ব্যতিক্রমধর্মী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি ছিল ব্যতিক্রমধর্মী, সৃষ্টিধর্মী ও সেবাধর্মী। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে তিনি এ শহরে শিক্ষার আলো ছড়িয়েছেন, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। শ্রমিক আন্দোলনেও সক্রিয় থেকেছেন। তিনি চট্টগ্রামকে এতটাই ভালবাসতেন যে, চট্টগ্রামের স্বার্থে বন্দর ও এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়ে নিজ দলীয় সরকারের বিরোধিতা করতেও দ্বিধা করেননি। তিনি কোন প্রকল্প নিয়ে একনেকে তদবির করতে যাননি। নিজের উদ্যোগে উন্নয়ন কাজ করেছেন। আজীবন তিনি গণমানুষের জন্য সেবাধর্মী রাজনীতি করে গেছেন। রবিবার চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমীর হোসেন আমু। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন গরিবের বন্ধু।
×