ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাওয়ালপিন্ডি টেস্টে খেলছে বৃষ্টি

প্রকাশিত: ১১:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৯

  রাওয়ালপিন্ডি  টেস্টে খেলছে বৃষ্টি

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ দশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট। দেশটির ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ-উন্মাদনার শেষ নেই। কিন্তু তাতে পানি ঢেলে দিচ্ছে বৃষ্টি। প্রথমদিনে তবু ৬৮.১ ওভার খেলা হয়েছিল। প্রতিদিনই বাড়ছে বৃষ্টির দাপট। কমে আসছে খেলার দৈর্ঘ্য। বৃহস্পতিবার দ্বিতীয়দিনে খেলা হয়েছিল ১৮.২ ওভার। শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয়দিনে বৃষ্টি আর আলোক স্বল্পতায় পুরো দিনে খেলা হয়েছে মাত্র ৫.২ ওভার। আগের রাতের বৃষ্টি হওয়ায় কাল ভেসে যায় প্রথম সেশনের খেলা। লাঞ্চের পর মাত্র ৫.২ ওভার খেলা হয়ে আবারও থেমে যায় আলোক স্বল্পতায়। এই সময়ে আর কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা। সফরকারীরা যোগ করে ১৯ রান। দিনশেষে ৬ উইকেটে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ২৮২ রান। ১৩টি চারে ৮৭ রান নিয়ে ব্যাট করছেন দনঞ্জয়া ডি সিলভা, ৬ রান নিয়ে আছেন দিলরুয়ান পেরেরা। আলোক স্বল্পতায় টেস্টের প্রথমদিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। দ্বিতীয়দিনে দুই ভাগে মোট ৮২ মিনিট খেলা হয়। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাওয়ালপিন্ডিতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম-বাসে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা সদস্যসহ আটজনের মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মাহেলা জয়বর্ধনে-কুমার সাঙ্গাকারারা। আন্তর্জাতিক ক্রিকেটারদের ওপর প্রত্যক্ষ সন্ত্রাসী হামলার এমন ঘটনা আর কখনই ঘটেনি। তার মাসুলও দিতে হয়েছে পাকিস্তানকে। ছয় বছর তো কোন খেলাই হয়নি সেখানে। মাঝে কয়েকটি ওয়ানডে আর টি২০ অনুষ্ঠিত হলেও সেই শ্রীলঙ্কাই ওই ঘটনার পর এই প্রথম টেস্ট খেলছে পাকিস্তানে। দুই ম্যাচের সিরিজটিকে দেশটিতে ক্রিকেটের পুনর্জন্ম হিসেবে দেখা হচ্ছে। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৮২/৬ (৯১.৫ ওভার; করুনারতেœ ৫৯, ফার্নান্দো ৪০, কুসল ১০, ম্যাথুস ৩১, চান্দিমাল ২, দনঞ্জয়া ৮৭*, দিকওয়েলা ৩৩, পেরেরা ৬*; আব্বাস ১/৫৬, শাহিন ২/৫৮, শিনওয়ারি ১/৫৪, নাসিম ২/৮৩) ** তৃতীয়দিন শেষে
×