ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজও অবহেলিত শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল

প্রকাশিত: ০৯:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৯

 আজও অবহেলিত  শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ ডিসেম্বর ॥ স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছরেও সংরক্ষণের ব্যবস্থা হয়নি ঠাকুরগাঁওয়ের একমাত্র শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফার সমাধিস্থল। স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তিনি যে কলেজের অধ্যক্ষ ছিলেন সে কলেজের শিক্ষার্থীরাও জানেন না তাঁর মহান কীর্তিগাঁথা। তবে শহীদ বুদ্ধিজীবীর স্মৃতি বিজড়িত কলেজের বর্তমান অধ্যক্ষ ও উপজেলা প্রশাসন ব্যার্থতার কথা জানিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছেন। ৭১’র ১৭ এপ্রিল দুপুরে পাক হানাদাররা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পূর্ব চৌরাস্তার পাশ থেকে আটক করে অধ্যাপক গোলাম মোস্তফাকে। পীরগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা সে সময় স্বাধীনতার লক্ষ্যে নিজ এলাকায় মুক্তি সংগ্রাম কমিটি গঠন করে তার নেতৃত্ব দিচ্ছিলেন। ঐ দিন বিকেলেই পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক সংলগ্ন লোহাগাড়ার ভাতারমারি ফার্ম নামক স্থানে গোলাম মোস্তফা, তৎকালীন আওয়ামী লীগের সভাপতি ডাঃ সুজাউদ্দিন আহমেদ, থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, হোটেল ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন, কৃষক আতিয়ার রহমান ও দুই কাঠ মিস্ত্রিসহ ৭ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায় বর্বর পাকবাহিনী। পরে পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুরে রেলক্রসিংয়ের পূর্বে সমাহিত করা হয় অধ্যাপক গোলাম মোস্তফাকে। ১৯৯৩ সালে বাংলাদেশ ডাক বিভাগ শহীদ বুদ্ধিজীবী হিসেবে অধ্যাপক গোলম মোস্তফার নামে স্মারক ডাকটিকেট বের করে। তবে স্বাধীনতা যুদ্ধে তাঁর এত কীর্তি সত্ত্বেও আজও অবহেলায় পড়ে আছে তাঁর সমাধিটি। অন্যদিকে নিজ কলেজে তাঁর স্মৃতি সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় নতুন প্রজন্মের সদস্যরা জানতে পারছে না এই মহান শহীদের জীবন ও কীর্তি সম্পর্কে।
×