ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭০ বছর পর বদলে যাচ্ছে বাংলা ভাষার বিরোধিতাকারীর নামে প্রতিষ্ঠিত কলেজের নাম

প্রকাশিত: ০৯:৪৩, ১৪ ডিসেম্বর ২০১৯

 ৭০ বছর পর বদলে যাচ্ছে বাংলা ভাষার বিরোধিতাকারীর নামে প্রতিষ্ঠিত কলেজের নাম

সুবল বিশ্বাস, মাদারীপুর ॥ ৭০ বছর পর পরিবর্তন হচ্ছে ভাষা আন্দোলনে বিরোধিতাকারী খাজা নাজিমউদ্দিনের নামে প্রতিষ্ঠিত কলেজের নাম। সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপির সরকারী পত্রে মাদারীপুর ‘সরকারী নাজিমউদ্দিন কলেজ’-এর নাম পরিবর্তনের একটি চিঠি প্রধানমন্ত্রীর বরাবরে দাখিল করা হয়। প্রধানমন্ত্রী ওই পত্রের প্রেক্ষিতে মাদারীপুর ‘সরকারী নাজিমউদ্দিন কলেজ’র নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারী কলেজ’ করার জন্য অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোঃ রফিকুল আলম শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ২ ডিসেম্বর এর ৫৩৯ নম্বর স্মারকে অবহিত করেছেন। বিতর্কিত ব্যক্তির নামে থাকা কলেজের নাম পরিবর্তন করে ‘মাদারীপুর সরকারী কলেজ’ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মাদারীপুরের ভাষা সৈনিক পরিবারবর্গ, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও কলেজের সাবেক শিক্ষার্থীরা। বাঙালী ও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্তকারী খাজা নাজিমউদ্দিনের প্রেতাত্মা ৭০ বছর ধরে মাদারীপুরের মাটিতে দাঁড়িয়ে ছিল। যে মাটি একদিন আন্দোলন-সংগ্রামের ঘাঁটির জন্য খ্যাত ছিল ‘চিতোর অব বেঙ্গল’ নামে। সেই মাটিতে দীর্ঘ ৭০ বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিতর্কিত ব্যক্তির নামে ‘সরকারী নাজিমউদ্দিন কলেজ’। বর্তমান সরকার স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণকৃত একাধিক সড়ক এবং স্থাপনার নাম পরিবর্তন করে দেশপ্রেমিকদের নামে নামকরণ করেছেন। কিন্তু মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজের নাম দীর্ঘদিনেও পরিবর্তন করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কবি সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী পেশার মানুষ।
×