ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ১২:০৬, ১৩ ডিসেম্বর ২০১৯

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া

স্পোর্টস রিপোর্টার ॥ রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয়দিন দাপট দেখাল বৃষ্টি। বৃষ্টির বাধায় পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্টে দ্বিতীয়দিনে খেলা হয়েছে মাত্র ১৮.২ ওভার। আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র ৬১ রান যোগ করেছে সফরকারীরা। বিনিময়ে উইকেট হারিয়েছে মাত্র একটি। এর ফলে দ্বিতীয়দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৬৩ রান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই ভাগে খেলা হয়েছে মোট ৮২ মিনিট। এই সময়ে কেবল নিরোশান দিকওয়েলার উইকেটটি নিতে পেরেছে পাকিস্তান। প্রথমদিন শেষে ১১ রানে অপরাজিত থাকা দিকওয়েলা এদিন নিজের স্কোরকার্ডে যোগ করেন আরও ২২ রান। তবে দ্বিতীয়দিন শেষেও অপরাজিত রয়েছেন দনঞ্জয়া ডি সিলভা। ১১টি চারের সৌজন্যে ৭২ রানে ব্যাট করছেন তিনি। ২ রান করে তার সঙ্গে অপরাজিত রয়েছেন দিলরুয়ান পেরেরা। রাওয়ালপিন্ডি টেস্ট পাকিস্তানের জন্য ঐতিহাসিক টেস্ট হিসেবে বিবেচিত হচ্ছে। কেননা এই ম্যাচ দিয়েই যে দীর্ঘ ১০ বছর ৯ মাস ৯ দিন পর টেস্ট ফিরেছে পাকিস্তানে। পাকিস্তানের প্রত্যাবর্তনের টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। তবে প্রথমদিনও নির্ধারিত ওভার খেলতে পারেনি। বৃষ্টির কারণে প্রথমদিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। দ্বিতীয়দিনের খেলাও শুরু হয় বৃষ্টির শঙ্কা নিয়ে। ৫ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন দনঞ্জয়া। কিন্তু ৮ ওভার পরই বাগড়া দেয় বৃষ্টি। দুপুরের পর আবারও বল মাঠে গড়ায়। নতুন বলে দিকওয়েলাকে গালিতে ক্যাচ বানান শাহিন আফ্রিদি। ৩৩ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান কিপার কাম ব্যাটসম্যান দিকওয়েলা। এরপর খেলা হয়ছে মাত্র ২ ওভার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ এমনকি কালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাওয়ালপিন্ডিতে। যার ফলে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে বুধবার টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তনের দিনে আরও একটি খুশির খবর পায় পাকিস্তানের ভক্ত-অনুরাগীরা। নিরপেক্ষ মাঠে আর হোম সিরিজ খেলবে না তারা। এদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি এই খবর জানিয়েছেন। এক দশক পর পাকিস্তানের মাটিতে আবারও ক্রিকেট খেলতে যায় শ্রীলঙ্কা। বুধবারই রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রথম টেস্ট শুরু হয়েছে। আর সেদিনই মানি বলেন, ‘ঘরের মাঠে ক্রিকেট না খেলার জন্য আমরা অনেক সমস্যার মুখে পড়েছি এতদিন ধরে। এখন আমরা সফরকারী টিমগুলোর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব। যাতে আর কোন নিরপেক্ষ মাঠে আমাদের হোম ম্যাচ না খেলতে হয়।’ পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না চাওয়া ভারতের ব্যাপারে পিসিবি’র প্রধান বলেন, ‘ওরা ভাবছে যে, আমাদের সঙ্গে ক্রিকেট না খেললে সমস্যায় পড়ব। ওরা ভুল ভাবছে। আমার তো মনে হয় ভারতের জনতা পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ দেখতে চায়। সমস্যা হলো ক্রিকেটের সঙ্গে ওরা রাজনীতি মেশাচ্ছে। যা খুবই দুঃখজনক।’ স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৬৩/৬ (৮৬.৩ ওভারে; দনঞ্জয়া ৭২*, দিকওয়েলা ৩৩, পেরেরা ২*; আব্বাস ২৪-৯-৫৬-১, শাহিন ১৯.৩-৭-৪৭-২, শিনওয়ারি ১৫-৪-৫৪-১, নাসিম ২২-৪-৭৫-২, হারিস ৩-০-১২-০, মাসুদ ১-১-০-০, শফিক ২-০-৮-০)।
×