ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদানার অনন্য দৃষ্টান্ত

প্রকাশিত: ১২:২৩, ১১ ডিসেম্বর ২০১৯

উদানার অনন্য দৃষ্টান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ টসের পর ফ্যাফ পুপ্লেসিসের এক মন্তব্য বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল। একই ম্যাচে স্পোর্টসম্যানশিপের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ টুর্নামেন্ট এমএসএলে সেদিন মুখোমুখি হয়েছিল পার্ল রকস ও নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টস। ১৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছিল বে জায়ান্টস। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন উদানা। শেষ দুই ওভারে বে জায়ান্টসের প্রয়োজন ৩০ রান। উইকেটে হেইনো কুন ও মার্কো মারাইস। প্রথম ৪ বলে ৬ রান দেন লঙ্কান পেসার উদানা। পঞ্চম বলে কুনের শট নন-স্ট্রাইকার মারাইসের গায়ে লেগে উদানার কাছে চলে যায়। মারাইস তখন প্রায় মধ্য পিচের কাছাকাছি গিয়ে পড়ে যান। উদানা বল নিয়ে থ্রো করে স্টাম্প ভেঙ্গে দিলে প্যাভিলিয়নে ফিরতে হতো মারাইসকে। কিন্তু ব্যাটসম্যানের গায়ে লেগে পাওয়া বলে উদানা সেটি করেননি। ধারাভাষ্যকার সঙ্গে সঙ্গে বললেন, ‘স্পিরিট অব ক্রিকেটের কী অসাধারণ দৃশ্য। সে চাইলে তাকে আউট করতে পারত। কিন্তু বলের আঘাতে মাঝ পিচে পড়ে যাওয়া মারাইসকে সে আউট করার চেষ্টাই করল না।’
×