ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন

প্রকাশিত: ০৯:৩৩, ১১ ডিসেম্বর ২০১৯

খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মজুরি কমিশন বাস্তবায়ন ও নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনায় আমরণ অনশন শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। মঙ্গলবার বিকেল ৩টা থেকে এ অনশন কর্মসূচী শুরু করেন তারা। এর আগে ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার সকালে আমরণ অনশন কর্মসূচী থাকলেও আওয়ামী লীগের জেলা ও মহানগরের সম্মেলনের কারণে সময় পিছিয়ে দেয়া হয়। প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মিল বন্ধ রেখে স্ব-স্ব মিলগেটে তারা অনশন কর্মসূচী শুরু করেছেন। খুলনার ক্রিসেন্ট জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, শিরোমনি ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই (যশোর জুট ইন্ডাস্ট্রি) ও কার্পেটিং স্ব-স্ব পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকে এ কর্মসূচী পালন করছেন প্রায় অর্ধলাখ শ্রমিক। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন আমিন জুট মিলসসহ চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আন্দোলনের ধারাবাহিকতায় গেটসভা, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল ও ২৪ ঘণ্টার কর্মবিরতির পর মঙ্গলবার শুরু হয় এ কর্মসূচী। আমিন জুটমিল গেটে সকাল ৮টায় কর্মসূচী শুরু করেন শ্রমিকরা। এতে যোগ দেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতা ও সাধারণ শ্রমিক। বক্তব্য দেন আমিন জুট মিলস শ্রমিক নেতা শামসুল আলম, জামাল হোসেন, সিবিএ যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা, আবদুল আলীম, মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের আমিন জুট মিলসহ মোট ১০টি পাটকলে এ কর্মসূচী চলছে।
×