ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের হারিয়ে শুভ সূচনা সালমাদের

প্রকাশিত: ১৩:০৫, ৪ ডিসেম্বর ২০১৯

লঙ্কানদের হারিয়ে শুভ সূচনা সালমাদের

স্পোর্টস রিপোর্টার ॥ এবারই প্রথম সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে। ২০১০ সালের এসএ গেমস ক্রিকেটে শুধু ছেলেরা খেলে এবং বাংলাদেশ দল স্বর্ণপদক লাভ করে। এবার প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক জয়ের আশা বাংলাদেশের মেয়েদের। সেই স্বপ্নের পথে শুরুটা দারুণ হয়েছে। মঙ্গলবার নেপালের পোখারায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান তুলেছিল লঙ্কান মেয়েরা। পরে ৯ বল হাতে রেখেই ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১২৬ রান তুলে জয় ছিনিয়ে নেয় সালমারা। টস জিতে আগে লঙ্কান মেয়েদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৩৪ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা পাওয়ার প্লে’র ৬ ওভারে। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলেই আঘাত হানেন নাহিদা আক্তার, ৫ রানে সাজঘরে ফেরেন জানাদি আনালি। দ্বিতীয় উইকেটে ওপেনার উমেশা থিমাশিনি ও হর্শিতা মাধবী ৪৮ রানের জুটি গড়ে ভাল সংগ্রহের ভিত গড়ে দেন শ্রীলঙ্কাকে। থিমাশিনি মাত্র ৪৯ বলে ৫ চার, ৪ ছক্কায় ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি রানআউট হয়ে যাওয়ার পর মাধবী ৩০ বলে ২ চার, ১ ছক্কায় ৩৩ রানে নাহিদার দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। শেষ ৩ ওভারে মাত্র ১১ রানেই ৪ উইকেট হারিয়েছে লঙ্কানরা বাংলাদেশী মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে নাহিদা ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪টি, জাহানারা আলম ২২ রানে ১টি উইকেট নেন। সালমা উইকেট নিতে না পারলেও ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন। জবাব দিতে নেমে দলীয় ১৩ রানেই মুরশিদা খাতুনের (৮) উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু দ্বিতীয় উইকেটে আয়েশা রহমান শুকতারা ও সানজিদা ইসলাম ৫৩ রানের দারুণ জুটিতে বাংলাদেশকে বিপদ কাটিয়ে ওঠার ভিত গড়ে দেন। শুকতারা ৩৫ বলে ২ চার, ১ ছক্কায় ২৯ রানে সাজঘরে ফেরেন। খুব দ্রুতই নিগার সুলতানা জ্যোতি (৬) সাজঘরে ফিরলে আবার কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সানজিদা ও ফারজানা হক পিঙ্কি দুর্দান্ত খেলেছেন। আর কোন সুযোগ দেননি তারা প্রতিপক্ষ বোলারদের। সানজিদা অর্ধশতক পেয়ে যান। তিনি ৪৫ বলে ৮ চারে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে বিজয়ী করেই মাঠ ছাড়েন। ফারজানা ১৮ বলে ১ চার, ১ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন। ৯ বল আগেই ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ৭ উইকেটের বিশাল জয় পেয়ে যায় বাংলাদেশ দল। সানজিদা হন ম্যাচসেরা।
×