ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া শরণার্থীদের চেয়ে তিনগুণ বেশি বিষণ্ণতায় ভুগছে রোহিঙ্গারা

প্রকাশিত: ১১:২১, ৪ ডিসেম্বর ২০১৯

সিরিয়া শরণার্থীদের চেয়ে তিনগুণ বেশি বিষণ্ণতায় ভুগছে রোহিঙ্গারা

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্য একেবারেই খারাপ। সেখানকার দেখে আসা পরিস্থিতির কারণে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে অনেকের। যুদ্ধের শিকার হয়ে সিরিয়ার যেসব নাগরিক জার্মানির শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে এবং ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামির ফলে বৃহৎ পারমাণবিক বিপর্যয়ের পর ফুকুশিমার মানুষের চেয়ে কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গারা তিন গুণ বেশি বিষণ্ণতায় ভুগছে। একইসঙ্গে রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজারের স্থানীয় বাংলাদেশীরাও বিষণ্ণতায় ভুগছে। তবে রোহিঙ্গাদের চেয়ে কম বিষণ্ণতায় ভুগছে তারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এক্সপেন্ডিং দ্য এভিডেন্স বেস ফর পলিসি এ্যান্ড ইন্টারভেনশন্স ইন কক্সবাজার’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। দ্য ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি), ইনোভেশনস ফর পভার্টি এ্যাকশন (আইপিএ) ও ইয়েল ইউনিভার্সিটির ওয়াই-রাইস ইনিশিয়েটিভস এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে। রোহিঙ্গাদের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘আমার মনে সবচেয়ে ভীতকর হলো, যদি আমাদের আবার বার্মা পৌঁছিয়ে দেয় এইটাই আমার চিন্তা।’
×