ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকৃতপক্ষে বিএনপিই দুর্নীতি-ধর্ষণ সন্ত্রাসের রোল মডেল ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩:৩১, ২ ডিসেম্বর ২০১৯

প্রকৃতপক্ষে বিএনপিই দুর্নীতি-ধর্ষণ সন্ত্রাসের রোল মডেল ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে বিএনপিই দুর্নীতি-ধর্ষণ-সন্ত্রাসের রোলমডেল। এ বিশেষণ তাদের বেলাতেই প্রযোজ্য, যা তারা (বিএনপি) অন্যদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাশেষ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এ সংক্রান্ত মন্তব্যের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় পরপর পাঁচবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বেগম খালেদা জিয়া নিজে অবৈধ কালো টাকা সাদা করেছেন, এতিমের টাকা আত্মসাতের অপরাধে সাজা ভোগ করছেন। বিএনপির তিন বছর ধরে অগ্নিসন্ত্রাসের নামে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা ও ভয়াল নাশকতার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যাসহ যে নারকীয় সন্ত্রাস চালিয়েছে, তা বিশ্বরাজনীতিতে নজীরবিহীন। বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাস করে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তিনি জানান, দলের সম্মেলনকে সামনে রেখে উপ-কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যেক ডেলিগেটের জন্য যে পাটের ব্যাগ দেয়া হবে, সেখানে প্রয়োজনীয় তথ্যাদি-বক্তৃতার কপিসহ ফোল্ডার, পানির বোতল এবং ডায়াবেটিকস রোগীদের প্রতি লক্ষ্য রেখে দুটি লজেন্সও থাকবে। এছাড়া প্রধানমন্ত্রীর জীবন ও কর্মের ওপর একটি এ্যালবাম ও দলের সম্মেলন উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ ও ওয়েবসাইট উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি এইচটি ইমাম বলেন, অত্যন্ত কর্মতৎপর ও তারকাখচিত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি দলের জন্য অনন্য ভূমিকা রেখে চলেছে। সকল গণমাধ্যম আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করি। এইচটি ইমামের সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, সংসদ সদস্য শেখ তন্ময়, দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
×