ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডোপপাপে নিষিদ্ধ হতে পারেন অনিক

প্রকাশিত: ১১:৪২, ২ ডিসেম্বর ২০১৯

 ডোপপাপে নিষিদ্ধ হতে পারেন অনিক

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আলো ছড়িয়ে যাচ্ছিলেন। তবে আলোচনায় এসেছিলেন অনুর্ধ-১৯ দলের হয়ে খেলার সময়। ঢাকার ২০ বছর বয়সী বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের বোলিংয়ে ছিল বেশ গতিও। বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতের একজন প্রতিশ্রুতিশীল তারকা হিসেবেই ভাবা হয়েছে তাকে। কিন্তু হঠাৎ করেই অন্তরালে চলে গেছেন অনিক। বাংলাদেশ ‘এ’ দল, বিসিবি একাদশ, এইচপি দলের সঙ্গেও কোন প্রোগ্রামে নেই তিনি। এমনকি আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও দল পাননি তিনি। ড্রাফট থেকেই তার নাম নির্দিষ্ট কোন কারণ না জানিয়ে প্রত্যাহার করা হয়েছিল। এর পেছনে আসল কারণ হচ্ছে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ডোপ টেস্টে পজিটিভ হন এ উদীয়মান পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা নিশ্চিত করেছে এবং পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর অনিককে ক্রিকেট থেকে নির্বাসন দেয়া হবে। আইসিসির আইন অনুসারে সেই শাস্তিটা সর্বোচ্চ ১, ২ কিংবা ৫ বছরের নিষেধাজ্ঞা।
×