ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ১৩:০০, ১ ডিসেম্বর ২০১৯

ধামরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ২০

সংবাদদাতা, সাভার, ৩০ নবেম্বর ॥ ধামরাইয়ে আমতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেলে ধামরাইয়ের বাউখন্ড ফাঁসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। উপজেলার বাউখন্ড এলাকায় আমতা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আরিফ হোসেন, ইব্রাহিম হোসেন ও দেলোয়ার হোসেন। বিকেল ৫টার দিকে আরিফ হোসেনের সমর্থক মিছিল নিয়ে সম্মেলনে স্থলে রওনা হয়। মিছিলটি বাউখন্ড ফাঁসি মার্কেটের কাছে পৌঁছলে প্রতিপক্ষ প্রার্থী ইব্রাহিমের সমর্থকরা মিছিলে অতর্কিত লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হন। পরে আহতদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সম্মেলনের উদ্বোধক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণেই সম্মেলনে সভাপতি পদে আবুল হোসেনের নাম ঘোষণা করা হলেও সাধারণ সম্পাদক পদটি স্থগিত রাখা হয়েছে। বিষয়টি মীমাংসা হওয়ার পর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে বলে জানান।
×