ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশিত: ১০:৫১, ১ ডিসেম্বর ২০১৯

   কুষ্টিয়ায় আওয়ামী  লীগের দু’গ্রুপে  সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩০ নবেম্বর ॥ কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে এক সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকাল পর্যন্ত জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার সমর্থকদের মধ্যে দু’দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাবুল আখতার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি সেলিম আলতাফ জর্জের অনুসারী। আহতদের মধ্যে গুরুতর চারজনকে খোকসা ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন সাহিদা খাতুন, শহিদুল ইসলাম, উজ্জল শেখ ও মাসুম বিশ্বাস। এদের মধ্যে সাহিদা খাতুন ও শহিদুল ইসলাম গুলিবিদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদেও জের ধরে শুক্রবার রাতে সদর উদ্দিন খান অনুগত আনিচ চেয়ারম্যানের লোকজন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আখতারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে।
×