ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলন আজ ॥ যশোরে উৎসবের আমেজ

প্রকাশিত: ০৯:৩১, ২৭ নভেম্বর ২০১৯

আওয়ামী লীগের সম্মেলন আজ ॥ যশোরে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শনিবার যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। যশোর ঈদগাহ ময়দানের এ সম্মেলন ঘিরে যশোরের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে প্রয়াত নেতাদের নামে তোরণ। সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর করতে দিনরাত কাজ করছেন জেলা আওয়ামী লীগের নেতারা। জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন থেকে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। ২০১৬ সালের ২০ মার্চ জেলা আওয়ামী লীগের ৮৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। প্রায় সাড়ে তিন বছরে দ্বিধাবিভক্ত জেলা আওয়ামী লীগের বেশিরভাগ কর্মসূচী শাহীন চাকলাদার ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে আলাদাভাবে পালিত হয়েছে। সর্বশেষ ১৬ নবেম্বর যশোর ও সদর আওয়ামী লীগের সম্মেলনে শাহীন চাকলাদার অনুসারীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। আগামী ২৭ নবেম্বর সম্মেলন ঘিরেও চাকলাদার বিরোধী মরিয়া হয়ে উঠেছে। সভাপতি পদে বর্তমান সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাবেক পৌর মেয়র কামরুজ্জামান চুন্নু ও যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব ডাঃ নাসির উদ্দিনের নাম শোনা যাচ্ছে। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রায়হান, যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, দলের কর্মী হিসেবে ছিলাম। এটা আমার গর্বের। নেত্রী সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। ১৬ বছর দায়িত্ব পালন করছি। আগামী সম্মেলনে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদ নিয়ে আমার কোন প্রত্যাশা নেই। নেত্রী আমাকে যেখানে রাখবেন, সেখানেই থাকব। এদিকে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। সম্মেলন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে দিনরাত কাজ করছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবারের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
×