ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ দোকানকে জরিমানা

প্রকাশিত: ১১:৫৭, ২৪ নভেম্বর ২০১৯

পাঁচ দোকানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ নবেম্বর ॥ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন তিনটি বেকারি ও দুই ক্রোকারিজ দোকানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন পৌরসভার মিঠা বাজার এলাকার বিসমিল্লাহ বেকারি, বরিশাল বেকারি ও রিয়াজ ফুড টেডার্স এবং এবিএম চত্বরে দুটি ক্রোকারিজের দোকানে অভিযান চালায়। তিনটি বেকারির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা এবং দুটি ক্রোকারিজ দোকানের প্রত্যেককে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করেছেন। বাল্যবিয়ে বন্ধ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৩ নবেম্বর ॥ বোয়ালমারী উপজেলার জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমির ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন জয়পাশা গ্রামে আদালত বসিয়ে এ দ- প্রদান করেন। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়ার মুচলেকা দেয় কনের মা। জানা গেছে, সালথা উপজেলার সজিবের সঙ্গে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল জয়পাশা গ্রামের ৭ম শ্রেণী পড়ুয়া ওই কিশোরীর।
×