ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে সেতু না থাকায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৯:২৮, ২০ নভেম্বর ২০১৯

নান্দাইলে সেতু না থাকায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৯ নবেম্বর ॥ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় নরসুন্দা নদীর ওপর সেতু না থাকায় দু’পাশের বিশ গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন বাজারের ফেরিঘাটে নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। বর্ষাকালে নৌকায় নদী পারাপার হতে গিয়ে প্রায়শই ঘটছে প্রাণহানির মতো ঘটনা। এলাকাবাসীর র্দীঘদিনের দাবির পরও নদীটিতে এখন পর্যন্ত কোন সেতু নির্মাণ করা হয়নি। সরজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে পূর্বÑদক্ষিণে ১৭ কিলোমিটার দূরে রাজগাতী ইউনিয়নে কালিগঞ্জ বাজারটি অবস্থিত। আশপাশের ৫টি ইউনিয়নের সবচেয়ে বড় বাজার এটি। বাজারের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। নদীর দুই পাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, রেল স্টেশন, ব্যাংকসহ প্রায় বিশটি গ্রাম রয়েছে। নদীর উত্তর পাশে রয়েছে পাকা সড়ক, যা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিশেছে। বর্ষাকালে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হলেও শুকনো মৌসুমে নাব্য সঙ্কটের কারণে এলাকাবাসীর উদ্যোগে তৈরি বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। ভরা নদীতে কখনও কখনও নৌকাডুবির ঘটনাও ঘটে। আর এতে প্রাণহানির ঘটনাও ঘটে। বিশেষ করে কালিগঞ্জ বাজারের দিন ছোট ফেরি নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করতে দেখা যায়। এখানে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের । গ্রামবাসী জানান, গ্রামে রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে অনেক সমস্যায় পড়তে হয়, এমনকি দুর্ঘটনাও ঘটে। এখানে সেতু নির্মাণের দাবি আমাদের দীর্ঘদিনের। এ দাবি কেউ বাস্তবায়ন করেনি। উপজেলা পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ফেরিঘাটের কোন সরকারীর ইজারার (টুল) ব্যবস্থা করা হয়নি। নদী পারাপারে জনপ্রতি ১০ টাকা নেয়া হয়। ফেরিঘাটের পাটনী (নৌকার মাঝি) আব্দুর রাজ্জাক জানান, লোকজন কষ্ট করে নদীটি পার হয় দেখেই তিনি পারাপারের কাজ করে চলেছেন। এতে লোকজনের পাশাপাশি তারও উপকার হচ্ছে। নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, কালিগঞ্জ ফেরিঘাটটিতে নরসুন্দা নদীর ওপর একটি সেতু প্রয়োজন। আশা করছি, দ্রুত এখানে সেতু নির্মাণের। ইতোমধ্যে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই টেন্ডার আহ্বান করা হবে।
×