ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনজিওতে চাকরি করছে রোহিঙ্গারা

প্রকাশিত: ০৯:২৩, ২০ নভেম্বর ২০১৯

এনজিওতে চাকরি করছে রোহিঙ্গারা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা এফএইচ (মেডিক্যাল টিম)-এ ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করছে বহু রোহিঙ্গা। থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ১২’র ব্লক-অ ১তে অবস্থিত এফএইচের হাসপাতালে অবৈধভাবে এসব রোহিঙ্গা মাসিক বেতনে চাকরি করছে। জানা গেছে, হাসপাতালটির ফ্যাসিলিটি অফিসার মোঃ ইয়াসিনও একজন রোহিঙ্গা। ১৫ হাজার টাকা বেতনে এই এনজিওতে চাকরি করছেন তিনি। ক্যাম্প ১২’র এ ২ ব্লকে আশ্রিত রোহিঙ্গা ইয়াসিন ছাড়াও ৪ জন যথাক্রমে মোঃ জুবাইর, মোঃ আনিস, মোঃ হারুন ও মোঃ ইয়াকুব পোর্টার হিসেবে নিয়োজিত রয়েছে। আনোয়ারা বেগম ও আনু ক্লিনার হিসেবে ২ জন রোহিঙ্গা নারীকে মাসিক ১২ হাজার টাকা বেতনে নিয়োজিত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, অবৈধভাবে এনজিওতে রোহিঙ্গাদের চাকরি দিয়ে স্থানীয় বেকারদের অধিকার ও সুবিধাবঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে হাসপাতালটির প্রোগ্রাম অফিসার পারভেজ বলেন, আমরা সিআইসির বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করা কালীন রোহিঙ্গাদের চাকরি না দেয়ার বিষয়ে কোন নিষেধাজ্ঞা পাইনি এবং এ বিষয়ে আমি অবগত ছিলাম না। শুধু রোহিঙ্গাদের সঙ্গে টাকা আদান-প্রদান করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, এনজিওতে রোহিঙ্গাদের চাকরি দেয়া সরকারীভাবে নিষেধ রয়েছে। এরপরও সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে যে এনজিওগুলো রোহিঙ্গাদের চাকরিতে নিয়োগ করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাদের নিকট অনুরোধ জানান তিনি।
×