ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাসানীর মাজারে ফখরুল

সরকারের দুর্নীতির কারণেই পেঁয়াজসহ সকল দ্রব্যমূল্যের উর্ধগতি

প্রকাশিত: ০৯:৩৬, ১৮ নভেম্বর ২০১৯

 সরকারের দুর্নীতির  কারণেই পেঁয়াজসহ  সকল দ্রব্যমূল্যের  উর্ধগতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ নবেম্বর ॥ সন্তোষে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল থেকেই সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আসতে শুরু করে। মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। সকালে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিন এবং ভাসানীর পরিবার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । বেলা ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে দেশে স্বৈরশাসন চালাচ্ছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই। জোর করে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি আরও বলেন, মওলানা ভাসানী কখনও ক্ষমতার রাজনীতি করেন নাই। তিনি সব সময় জনগণের কথা ভাবতেন। আজ দেশে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকারের দুর্নীতি অদক্ষতা এবং তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই দেশে পেঁয়াজসহ সকল দ্রব্যমূল্যের উর্ধগতি। শুধু পেঁয়াজ নয়, প্রত্যেকটি জিনিসপত্রের দামই উর্ধগতি। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। ধানের দাম অত্যন্ত কম। এর মূল কারণটাই হচ্ছে এই সরকার ব্যর্থ সরকার। তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তাই তাদের কাছে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাকে মুক্ত করতে আমরা সব ধরনের আন্দোলনে মাঠে রয়েছি। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এ সরকার বাধ্য হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।
×