ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ব্যবসায়ীর বাড়ির ছাদ থেকে ১৫ মণ পেঁয়াজ জব্দ

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ নভেম্বর ২০১৯

রাজশাহীতে ব্যবসায়ীর বাড়ির ছাদ থেকে ১৫ মণ পেঁয়াজ জব্দ

স্টাফ রিপোর্র্টার, রাজশাহী ॥ জেলার বাঘায় এক ব্যবসায়ীর বাড়ির ছাদে মজুদ করা পেঁয়াজ জব্দ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বাউসা এলাকার সুভাসচন্দ্র নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে ১৫ মণ পেঁয়াজ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশের কাছে দু’দিনের মধ্যে ওই পেঁয়াজ বাজারে ছাড়ার মুচলেকা দেন ওই ব্যবসায়ী। উপজেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, রাজশাহীর অঞ্চলে যে সব এলাকায় পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে তার মধ্যে বাঘা উপজেলা অন্যতম। এই উপজেলার ৭ ইউনিয়ন এবং দুটি পৌরসভার সবখানেই কমবেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। এরমধ্যে প্রতিবছর সর্বত্র পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে উপজেলার পদ্মার চরাঞ্চলে। যা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের অন্যত্র রফতানি হয়। বাঘাহাটের সবজি ব্যবসায়ী মানিক মিয়া জানান, যে অঞ্চলে ফসলের উৎপাদন বেশি হয়, সেইসব অঞ্চলে মানুষ সেই ফসলের মজুদ করে থাকেন।
×