ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমার্জিং এশিয়া কাপে ভারতকে বিধ্বস্ত করল বাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ১৭ নভেম্বর ২০১৯

ইমার্জিং এশিয়া কাপে ভারতকে বিধ্বস্ত করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এসিসি ইমার্জিং টিমস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ইমার্জিং টিমকে ৬ উইকেটে বিধ্বস্ত করেছে বাংলাদেশ ইমার্জিং টিম। বিকেএসপির ৩ নম্বর মাঠে সৌম্য সরকারের অলরাউন্ড নৈপুণ্য ও নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রানেই গুটিয়ে যায়। জবাবে মাত্র ৪২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান তুলে সহজ জয় পায় বাংলাদেশ ইমার্জিং। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকায় এর ফলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল স্বাগতিকরা। গ্রুপের অপর ম্যাচে নেপাল ইমার্জিং ৪০ রানে হংকং ইমার্জিংকে হারিয়ে দেয়। এছাড়া ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান ইমার্জিং ৯০ রানে শ্রীলঙ্কা ইমার্জিংকে ও আফগানিস্তান ইমার্জিং ৯ উইকেটে ওমান ইমার্জিং টিমকে হারিয়ে দিয়েছে। আগের ম্যাচে পরে ব্যাট করে সৌম্য ৭৪ বলে ৮৪ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলে হংকং ইমার্জিংয়ের বিপক্ষে সহজ জয় এনে দিয়েছিলেন বাংলাদেশ ইমার্জিং টিমকে। এদিনও শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন শান্ত। প্রথম ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার সুমন খান। এদিনও তিনি দুর্দান্ত বোলিং করে ৬৪ রানে তুলে নেন ৪ উইকেট। তবে আরমান জাফর ৯৮ বলে ৮ চার, ৩ ছক্কায় ১০৫ রানের ঝড়ো ইনিংস ও বিনায়ক গুপ্ত ৬৫ বলে ৫ চারে ৪০ রানের ইনিংস খেলেন। এতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রানের লড়াকু পুঁজি পায় ভারত। এছাড়া আরিয়ান জুয়াল করেন ৩৭ রান। বাংলাদেশের পক্ষে সুমনের ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন সৌম্য ও তানভির ইসলাম। জবাব দিতে নেমে দলীয় ১৫ রানেই মোহাম্মদ নাইম শেখ (১৪) সাজঘরে ফিরলে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন সৌম্য-শান্ত। তারা মাত্র ১২৬ বলে ১৪৪ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথ দেখান। সৌম্য ৬৮ বলে ৭ চার, ৩ ছক্কায় ৭৪ রানে সাজঘরে ফিরলে জুটি ভাঙ্গে। তবে শান্ত ৮৮ বলে ১৪ চার, ২ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মাত্র ৬ রানের জন্য শতক হাতছাড়া করার আক্ষেপ তিনি ভুলেছেন পরবর্তীতে আফিফ হোসেন ধ্রুবর ৪৬ বলে ৫ চারে করা ৩৪ রানের সুবাদে দলের সহজ জয়ে। ৪৭ বল হাতে রেখেই মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫০ রান তুলে ৬ উইকেটের বড় জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে নেপাল ইমার্জিংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। আর ভারত খেলবে হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচটিতে ভারত কিংবা নেপালের মধ্যে যে কোন একটি দল হারলেই বাংলাদেশ ইমার্জিং উঠে যাবে সেমিতে, জিততেও হবে না গ্রুপের শেষ ম্যাচটি।
×