ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনসিএলে পেসার রুহেলের রেকর্ড

প্রকাশিত: ১২:১৮, ১৭ নভেম্বর ২০১৯

এনসিএলে পেসার রুহেলের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথমদিনেই হয়েছে তিনটি সেঞ্চুরি। প্রথম স্তরের ম্যাচে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের তাইবুর রহমান ১১০, রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে রংপুর বিভাগের সোহরাওয়ার্দী শুভ ১০৫ ও দ্বিতীয় স্তরের ম্যাচে মিরপুরে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে বরিশাল বিভাগের ফজলে রাব্বি ১৪১ রানের ইনিংস খেলে দলকে ভাল অবস্থানে নিয়ে গেছেন। তবে এ তিনজনকে ছাপিয়ে গেছেন সিলেট বিভাগের তরুণ পেসার রুয়েল মিয়া। ১৮ বছর বয়সী এ বাঁহাতি বগুড়ায় ৮ উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ২০১২ সালে ঢাকা মেট্রোর হয়ে তালহা জুবায়ের রংপুরের বিপক্ষে ৩৫ রানে নিয়েছিলেন ৮ উইকেট, সেটিই ছিল এনসিএলে পেসারদের সেরা বোলিং নৈপুণ্য। এবার ২৬ রানে ৮ উইকেট নিয়ে রুয়েল পেসারদের রেকর্ড দখলে নিয়েছেন বলে চট্টগ্রাম বিভাগের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। প্রথম স্তর ॥ শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নামে ঢাকা। দলীয় ২ রানে ২ ও ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করলেও প্রথমদিন শেষে ৭ উইকেটে ২৭৩ রান তুলে স্বস্তিতেই আছে তারা। কারণ তাইবুর ১৮৯ বলে ৭ চার, ৩ ছক্কায় ১১০, ওপেনার আব্দুল মজিদ ১৭৪ বলে ৬ চারে ৬৬ রানে আউট হলেও অধিনায়ক শুভাগত হোম ৯০ বলে ৫ চারে ৫৬ রানে অপরাজিত আছেন। খুলনার আব্দুল হালিম ৫ উইকেট নেন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৮ উইকেটে ২৬৩ রানে প্রথমদিন শেষ করেছে রংপুর। সোহরাওয়ার্দী ২১৭ বলে ১৫ চারে ১০৫, ১০৭ বলে ৭ চার, ১ ছক্কায় ৫৭ ও নাঈম ইসলাম ৬৩ বলে ৭ চারে ৪০ রান করেন। রাজশাহীর হয়ে দুই পেসার দেলোয়ার হোসেন ৪টি ও মোহর শেখ ৩টি উইকেট নেন। স্কোর ॥ খুলনা-ঢাকা ম্যাচ (খুলনা) ॥ ঢাকা প্রথম ইনিংস- ২৭৩/৭; ৯০ ওভার (তাইবুর ১১০, মজিদ ৬৬, শুভাগত ৫৬*; হালিম ৫/২৭, জিয়া ২/২০)। রাজশাহী-রংপুর ম্যাচ (রাজশাহী) ॥ রংপুর প্রথম ইনিংস- ২৬৩/৮; ৮৫ ওভার (সোহরাওয়ার্দী ১০৫, আরিফুল ৫৭, নাঈম ৪০; দেলোয়ার ৪/৫৫, মোহার ৩/৫৩)। * প্রথমদিন শেষে দ্বিতীয় স্তর ॥ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের তরুণ বাঁহাতি পেসার রুয়েলের মারাত্মক বোলিংয়ের মুখে চট্টগ্রামের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৬ রানে। সর্বোচ্চ ২১ রান করে এসেছে তাসামুল হক ও ইরফান শুক্কুরের ব্যাট থেকে। ১৮ বছর বয়সী রুয়েল ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমেই এনসিএলে পেস বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন ২৬ রানে ৮ উইকেট শিকার করে। দিনশেষে ৫ উইকেটে ১৮৬ রান তুলে ৮০ রানে এগিয়ে গেছে সিলেট। অমিত হাসান ৬৩ বলে ১১ চারে ৫৫, অলক কাপালী ৭০ বলে ৫ চারে ৪১ রান করেন। ইরফান হোসেন একাই নেন ৪ উইকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমদিনেই ঢাকা মেট্রোর বিপক্ষে ৬ উইকেটে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছে বরিশাল। ফজলে রাব্বি ১৬৮ বলে ১০ চার, ৮ ছক্কায় ১৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া সালমান হোসেন ১২২ বলে ৮ চার, ১ ছক্কায় ৬৯ রানে অপরাজিত আছেন। মেট্রোর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও আসিফ হাসান। স্কোর ॥ চট্টগ্রাম-সিলেট ম্যাচ (বগুড়া) ॥ চট্টগ্রাম প্রথম ইনিংস- ১০৬/১০; ৩৫.১ ওভার (তাসামুল ২১, শুক্কুর ২১; রুয়েল ৮/২৬)। চট্টগ্রাম প্রথম ইনিংস- ১৮৬/৫; ৪৮ ওভার (অমিত ৫৫, কাপালী ৪১; ইরফান ৪/৭৬)। ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচ (মিরপুর) ॥ বরিশাল প্রথম ইনিংস- ৩৩৮/৬; ৯০ ওভার (ফজলে রাব্বি ১৪১, সালমান ৬৯*, নাফীস ৪৪; তাসকিন ২/৪০, আসিফ ২/৭৪)। * প্রথমদিন শেষে
×