ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতাকর্মীরা রাজপথ ভুলে গেছেন ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১২:০৩, ১৭ নভেম্বর ২০১৯

বিএনপির নেতাকর্মীরা রাজপথ ভুলে গেছেন ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজ খাওয়া বন্ধ করলে সিন্ডিকেট ভেঙ্গে যাবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও সরকার জড়িত। এর ফলে ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়ে কিছু করা যাচ্ছে না। তবে জনগণ ইচ্ছে করলে লাগাম টানতে পারেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে তাঁতি দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, নেতাকর্মীরা এখন রাজপথ ভুলে গেছেন। তারা রাজপথে এলে খালেদা জিয়া এতদিন জেলে থাকতে পারেন না। তবে সরকারের জন্য খালেদা জিয়াকে জেলে রাখা অনিবার্য ছিল। কেননা তাকে জেলে না রাখলে আওয়ামী লীগ ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে নেয়ার সাহস পেত না। তাই তারা নির্বাচনের আগেই খালেদা জিয়াকে জেলে রেখেছে। তিনি বলেন, কোন পরিবর্তনের জন্যই প্রস্তুতি নিতে হয় না। মুক্তিযুদ্ধ প্রস্তুতি নিয়ে হয়নি, ৭ নবেম্বর প্রস্তুতি নিয়ে হয়নি। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে নামতে হবে। গয়েশ্বর বলেন, পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় জড়িত। এ কারণেই ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়ে কিছু করা যাচ্ছে না। তবে জনগণ চাইলে তাদের লাগাম টানতে পারেন। তিনি বলেন, সরকার সচেতন থাকলে ভোগ্যপণ্য নিয়ে কোন ব্যবসায়ী খেলা করার সাহস পেত না। ব্যবসায়ীরা সবসময় লাভ খুঁজবে এটাই স্বাভাবিক। কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে যাতে দাম না বাড়ে। গয়েশ্বর বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। কিন্তু অন্য দেশ থেকে দ্রুত সময়ে পেঁয়াজ আমদানি করা যেত, যেটা সরকার পারেনি।
×