ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে ॥ তোফায়েল

প্রকাশিত: ১০:৪৬, ১৬ নভেম্বর ২০১৯

 শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ নবেম্বর ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আশা করছেন, শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদেও বলেছেন- ৫০ হাজার টন পেঁয়াজ জাহাজে করে আসছে। মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এসআলম গ্রুপসহ অনেক কোম্পানী এলসি খুলেছে। জাহাজীকরণ হয়ে গেছে। আশা করি, আগামী ৮/১০ দিনের মধ্যে ওই মালামাল বাংলাদেশে পৌঁছে যাবে। তখন আমাদের চাহিদাপূরণ হবে। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ, টিন ও চাল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেন, আমাদের গৃহীত পদক্ষেপের কারণে ঘূর্ণিঝড় বুলবুলে তেমন কোন ক্ষতি হয়নি। কিছু ঘরবাড়ি নষ্ট হয়েছে। আমরা তাদের চাল, টাকা ও টিন দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, ভারত থেকে আমরা বেশি পেঁয়াজ আমদানি করি, তারা সেই পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তার একটা প্রভাব পড়েছে। পৃথিবীর বহু দেশে পেঁয়াজ কম উৎপাদন হয়েছে। আমদানি নির্ভরশীল দেশ হলে অন্যদেশ থেকে যদি আমদানি করা না যায়, তার একটা প্রভাব হয়ত পড়তে পারে। তবে ব্যবসায়ীদের আপন করে নিতে হবে। জবরদস্তি করে দাম কমাও, গ্রেফতার করা এগুলো কিন্তু বাস্তব সম্মত নয়। আমি যখন ছিলাম তখন খুচরা বিক্রেতা, পাইকার, আমদানিকারক, সবার সঙ্গে বসে আপন করে কাজ করে বাজার নিয়ন্ত্রণ করেছি। এবারের ঘটনা থেকে ভবিষ্যতে আমাদের শিক্ষা নিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, বিএনপি সম্পর্কে দলীয় নেতাকর্মীদের ধারণা এখন খুব খারাপ। কারণ তাদের নেতা খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে সাজাপ্রাপ্ত। তার ছেলে ভারপ্রাপ্ত সে সাজাপ্রাপ্ত। একটা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারে না। নির্দেশ আসে লন্ডন থেকে। এখানে যারা বিএনপির সিনিয়র নেতা আছেন তারাও খুব বিব্রত। তার বয়সও অনেক কম। বিএনপির অনেক প্রবীণ প্রতিষ্ঠাতা আছেন। সেইসব কারণে ক্ষোভে, অভিমানে কেউ কেউ দল থেকে পদত্যাগ করতে পারেন। তবে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে আওয়ামী লীগ কিন্তু যারা সৎ, আদর্শবান, নিষ্ঠাবান তাদের নিয়েই এবার সংগঠিত হবে। বিভিন্ন দল থেকে এসে হঠাৎ নেতা হয়ে যাবে সেই সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে আর হবে বলে মনে করি না। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে আজ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সংগঠনে রূপান্তরিত। তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ এখন সংগঠিত। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৩৮ বছর আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দল পরিচালনা করছেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বেই আমরা গড়ে তুলব। আওয়ামী লীগ সঠিক পথেই আছে। সঠিক ভাবেই থাকবে। ভোলা জেলা প্রশাসক মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারমান হাসনাইন আহমেদ হাসানসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ৩০ কেজি করে চাল, ১৩ জনকে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার টাকা করে এবং ৩০ জনকে এক বান্ডিল করে টিন ও ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে।
×