ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় জেএমবি জঙ্গীর দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:১৯, ১৫ নভেম্বর ২০১৯

পটিয়ায় জেএমবি জঙ্গীর দুই সদস্য  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে জেএমবির দুই সক্রিয় সদস্যকে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ উস্কানিমূলক লিফলেট ও জিহাদী পুস্তক। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্রে জানানো হয়, গ্রেফতার দুই জঙ্গী হলো আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও মোঃ ইসমাইল (৩৩)। এর মধ্যে সাঈদ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ডোমকুলী গ্রামের আবদুর রহিমের পুত্র। সে টেকনাফের লেদা এলাকায় বসবাস করছিল। আর ইসমাইল কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের আবদুল নবীর পুত্র। তাদের কাছে পাওয়া যায় বিপুল পরিমাণ উস্কানিমূলক লিফলেট ও জিহাদী পুস্তক। ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল পরিচয়। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। চট্টগ্রাম থেকে প্রচারপত্রগুলো নিয়ে যাচ্ছিল কক্সবাজারের টেকনাফের উদ্দেশে। র‌্যাব জানায়, জঙ্গী সংগঠন জেএমবির কতিপয় সদস্য বিভিন্ন ধরনের লিফলেট ও পুস্তক নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পটিয়া থানার শান্তিরহাট এলাকার ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে তল্লাশি চলছিল। র‌্যাবের চেকপোস্ট দেখামাত্রই ২ যাত্রী একটি বাস থেকে নেমে তাদের যাত্রাপথ পরিবর্তন করে অন্য পথে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। তারা নিজেদের জিহাদের জন্য প্রস্তুত করার পাশাপাশি অন্যদেরও জিহাদে উদ্বুদ্ধ করতে উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচারের কাজে নিয়োজিত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
×