ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ১২:০০, ১৩ নভেম্বর ২০১৯

সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে পর্যটকদের প্রবেশের সকল নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তবে আগামী ২৫ থেকে ২৭ নবেম্বর পর্যস্ত তিনদিন ক্ষতিগ্রস্ত সুন্দরবন পরিচ্ছন্ন করার জন্য ট্যুরিজম বন্ধ থাকবে। মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনার বন সংরক্ষকের কার্যালয়ে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের (টোয়াস) প্রতিনিধিদের সঙ্গে বনবিভাগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান বলেন, সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন ও বন বিভাগের যৌথ মতবিনিময় সভায় সুন্দরবনে পর্যটকদের প্রবেশের সকল নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সুন্দরবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের ক্ষতিগ্রস্ত পরিবেশ পরিচ্ছন্ন করার জন্য ২৫ থেকে ২৭ নবেম্বর পর্যন্ত ট্যুরিজম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাকি দিনগুলোতে ট্যুরিজম কার্যক্রম যথারীতি স্বভাবিক নিয়মে চলবে। সভায় উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মঈনুল ইসলাম জমাদ্দার, সাবেক সভাপতি নাজমুল আজম ডেবিট, হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের মালিক ফারুক হোসেনসহ বন বিভাগের কর্মকর্তারা। ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে সোমবার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করে বন বিভাগ। কিন্তু এখন সুন্দরবনের পর্যটন মৌসুম হওয়ায় বনে প্রবেশ বন্ধ থাকলে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হবে এবং দেশও রাজস্ব হারাবে। যার প্রেক্ষিতে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ বন্ধ প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই দাবির কারণে বনবিভাগ সুন্দরবনে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এদিকে সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার থেকে কাজ শুরু“ করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা। চাঁদপাই রেঞ্জে আটক ১৯ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ভদ্রা নদীর মোহনা থেকে একটি মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি মোংলা উপজেলার চিলাগ্রামে। এদের মধ্যে চিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নজরুল ইসলামও রয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষণ শাহীন কবির বলেন, ট্রলারটি চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে মাছধরা ট্রলারসহ আটক করা হয়। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে প্রাণী ও প্রাণবৈচিত্র্যের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল বন বিভাগ।
×