ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এম এ হাসেমকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১১:৩০, ১৩ নভেম্বর ২০১৯

এম এ হাসেমকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক বছর পর দ্বিতীয় দফায় দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম। বিএনপির সাবেক এই সংসদ সদস্য মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোশারফ হোসেইন মৃধা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এদিকে স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্ত্রীদের সম্পদবিবরণী চেয়ে নোটিস পাঠিয়েছে দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদবিবরণী দাখিল করতে বলা হয়েছে। সেগুনবাগিচায় সরেজমিনে দেখা গেছে, জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় অভিযোগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও হাসেম সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। এমনকি কমিশনের সামনে গাড়ি থেকে নামার পর তার ছবি তোলার সময় আলোকচিত্র সাংবাদিকদের তা প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।
×