ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝড়ের মধ্যে ৯৯৯-এ কল দিয়ে ৩০ জীবন রক্ষা

প্রকাশিত: ১১:৫৭, ১২ নভেম্বর ২০১৯

ঝড়ের মধ্যে ৯৯৯-এ কল দিয়ে ৩০ জীবন রক্ষা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘূর্ণিঝড় বুলবুল যখন বরিশালে আঘাত হানে ঠিক সেই সময় (রবিবার বেলা ২ টা ৫৮ মিনিট) জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে রমজান নামের এক ব্যক্তি ভয়ার্ত কণ্ঠে বলেন, জেলার হিজলা উপজেলার মিয়ারচরের কাছে মেঘনার শাখা নদীতে খননকাজে ব্যবহৃত একটি ড্রেজারের ছয়টি পন্টুন নোঙর করা ছিল। ঘূর্ণিঝড়ে সৃষ্ট ঢেউয়ের তোড়ে একটি পন্টুন নোঙর ছিঁড়ে ২৫ থেকে ৩০ শ্রমিকসহ নদীতে ভেসে যায়। প্রবল ঘূর্ণি বাতাসের সঙ্গে প্রচ- ঢেউয়ে শ্রমিকসহ পন্টুনটি দিগি¦দিক ভাসতে থাকে। রমজান বিপদগ্রস্ত শ্রমিকদের উদ্ধারের জন্য ৯৯৯-এ দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। তাৎক্ষণিক জরুরী সেবার কন্ট্রোল রুম থেকে রমজানকে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। একই সঙ্গে ৯৯৯-এর পক্ষ থেকে বিষয়টি বরিশাল পুলিশ কন্ট্রোল রুম, নৌ পুলিশ ও কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধার তৎপরতা চালানোর অনুরোধ করা হয়। খবর পেয়েই দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে হিজলা থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসেন।
×