ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা সত্ত্বেও ফসলি জমিতে পুকুর খনন

প্রকাশিত: ০৯:২০, ৮ নভেম্বর ২০১৯

নিষেধাজ্ঞা সত্ত্বেও ফসলি জমিতে পুকুর খনন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহীর বাগমারায় ফসলি জমি কেটে পুকুর তৈরির অভিযোগ উঠেছে। জন প্রতিরোধে দিনের বেলায় সুবিধা করতে না পেরে এক প্রভাবশালী রাতের আঁধারে এসকেভেটর দিয়ে দেদার পুকুর তৈরি করছেন। প্রভাবশালী জাহিদুর রহমান জাহিদ কয়েক বিঘা জমি লিজ নিয়ে এ পুকুর খনন করছেন। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের খয়বর মেম্বারের ছেলে। তবে খবর পেয়ে বুধবার রাতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী ধীরেন্দ্রনাথের হস্তক্ষেপে পুকুর খনন কাজ আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, জাহিদুর স্থানীয় একটি ইটভাঁটির মালিক। তিনি ইউনিয়নের ভেদুর মোড় এলাকায় কয়েক বিঘা ফসলি জমি লিজ নেন। সেখানে রাতের অন্ধকারে মেশিন দিয়ে পুকুর খনন করছেন এবং কয়েকটি মাটি বহনকারী গাড়ি দিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করলে এলাকাবাসী ও ওই জমি সংলগ্ন জমিতেও জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, দিনে বোঝার উপায় নেই যে সেখানে পুকুর খনন হচ্ছে তবে রাত নামলেই শুরু হয় তার পুকুর খনন কাজ। গত বছরেও ওই স্থানে পুকুর খনন কাজ শুরু করলেও প্রশাসনের বাধার মুখে তা করতে পারেননি তিনি। তবে জাহিদ আবার গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে মেশিন ভাড়া করে পুকুর খনন কাজ অব্যাহত রেখেছেন। উপজেলার হাটগাঙ্গোপাড়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী ধীরেন্দ্রনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।
×