ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবসে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৫৫, ৭ নভেম্বর ২০১৯

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবসে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ নবেম্বর ॥ গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার ৩য় বার্ষিকী উপলক্ষে বুধবার শোকর‌্যালি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে এসব কর্মসূচী পালন করে। শোক র‌্যালি ঢাকা-ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিণ কাঁটামোড় হয়ে মাদারপুর গির্জার সামনে গিয়ে সমবেত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী নেতা সুফল হেমব্রম, রংপুরের আদিবাসী নেতা শ্যামল মার্ডি, প্রিসিলা মুর্মু, আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাসদা, থমাস হেমব্রম, অলিভিয়া মার্ডি প্রমুখ। নেত্রকোনায় হামলায় নিহত এক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ নবেম্বর ॥ খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুরে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম ওরফে রুহু মিয়া (৫৫) নামে এক হাঁস খামারি নিহত হয়েছেন। বুধবার সকাল ন’টার দিকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুহু মিয়া খালিয়াজুরীর কৃষ্ণপুর মাদ্রাসাপাড়ার জব্বার আলীর ছেলে। জানা গেছে, হাঁস রাখার জায়গা নিয়ে রুহু মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাক ও হান্নান গংয়ের বিরোধ চলছিল।
×