ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডে দিয়ে শুরু আফগান-উইন্ডিজ দ্বৈরথ

প্রকাশিত: ১১:৫১, ৬ নভেম্বর ২০১৯

ওয়ানডে দিয়ে শুরু আফগান-উইন্ডিজ দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ এগিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ক্রিকেটীয় কাঠামো নেই বললেই চলে। অনেকটা বিদশে বিভুঁইয়ে আফগান ক্রিকেট তবু আলো ছড়াচ্ছে অদম্য প্রাণশক্তিতে। কিছুদিন আগেই বাংলাদেশের মাটিতে টেস্ট জিতে গেছে রশিদ খানের দল। দেরাদুনের পর ভারতের লক্ষেèৗ-এ এবার দ্বিতীয় হোম ভেন্যু পেয়েছে আফগানিস্তান। সেখানেই এক সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে রশিদবাহিনী। আজ প্রথম ওয়ানডে দিয়ে শুরু মাঠের দ্বৈরথ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। ক্যারিবীয়দের সঙ্গে তিন ওয়ানডে, সমান ম্যাচের টি২০ সিরিজ এবং একটি টেস্ট খেলবে আফগানিস্তান। পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে কাইরন পোলার্ডের নেতৃত্বধীন পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে কঠিন বার্তা দিয়ে রেখেছে আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে শনি ও সোমবার। তিন টি২০ যথাক্রমে ১৪, ১৬ ও ১৭ নবেম্বর। ২৭ নবেম্বর শুরু একমাত্র টেস্ট। দেরাদুনকে নিজেদের হোম ভেুন্য হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান, সেটি অনেকেরই জানা। ভারতে এবার আরও একটি ভেন্যু পাচ্ছে রশিদ খানের দল। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে পাওয়া দ্বিতীয় হোম ভেন্যু লক্ষেèৗর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়াম। ইংল্যান্ড বিশ্বকাপে সব ম্যাচে পরাজিত হওয়ার পর অধিনায়কত্ব থেকে গুলবাদিন নাইবকে সরিয়ে দেয়ায় সকল ফরমেটেই এখন অধিনায়ক রশিদ খান। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইব্রাহিম জাদরান। মাস দু’য়েক আগে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরির পুরস্কার হিসেবে এবার সাদা বলের দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী। কোন ফর্মেটেই জায়গা হয়নি অভিজ্ঞ পেসার দৌলত জাদরান এবং ইয়ামিন আহমদজাইর। বোলিংয়ে রশিদ খানের সঙ্গে আছেন আরেক স্পিনার মুজিব উর রহমান। আছেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। বাংলাদেশে টেস্ট জয়ের পর জিম্বাবুইয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০’র ফাইনালে খেলে রশিদ খানের আফগানিস্তান। অন্যদিকে বিশ্বকাপে ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। জেসন হোল্ডারের পরিবর্তে সংক্ষিপ্ত ফরমেটের দায়িত্ব পেয়েছেন কাইরন পোলার্ড। যিনি দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেই ২০১৬ সালে। অবশ্য ব্রায়ান লারার মতো গ্রেট এটিকে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। স্কোয়াডে আছেন শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, হোল্ডারের মতো পরিচিত মুখ। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নবম ও আফগানিস্তান দশম স্থানে। ২০১৭ থেকে এ পর্যন্ত মুখোমুখি ৬ ওয়ানডের ৩টিতে জিতে এগিয়ে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের জয় ২। পরিত্যক্ত ১। লড়াইটা তাই জমে উঠতে পারে বেশ।
×