ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে চারতলা ভবন ধসে পড়ার দুদিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৬, ৬ নভেম্বর ২০১৯

না’গঞ্জে চারতলা ভবন ধসে পড়ার দুদিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর ১ নম্বর বাবুরাইল তাঁতিপাড়া এলাকায় চারতলা ভবন ধসে পড়ার ঘটনায় আটকে পড়া শিশু ইফতেখার আলম ওয়াজেদের (১২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শিশুর লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। উৎসুক জনতা ও নিহতের স্বজনরা শিশুটিকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ নিয়ে ভবন ধসের ঘটনায় দুই শিশু নিহত হলো। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড ডিফেন্স ডিভিশনের বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা ভবন কেটে নিচতলার ফ্লোরে পৌঁছালে মৃত দেহের সন্ধান পায়। নিহত ওয়াজেদের মৃতদেহটি ধসে পড়া ভবনের একটি বিমের নিচে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দেয়াল বিম কেটে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, গত ৩ নবেম্বর বাবুরাইল তাঁতিপাড়া এলাকার চারতলা ভবনটি ধসে পড়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় ৪৮ ঘণ্টার টানা তল্লাশি অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুর ২টায় শিশু ওয়াজেদের মৃতদেহ শনাক্ত করে। পরে তা উদ্ধার করে ওপরে নিয়ে আসা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত শিশুর লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরতহাল সম্পন্ন করে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ভবন ধসে পড়ার ঘটনায় নিহত শোয়েব আহমেদের মামা রনি বাদী হয়ে ভবনের পাঁচ মালিকের নাম উদ্ধার করে উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবহেলাজনিত কারণ ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করা অভিযোগ আনা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা নাহিদা বারিক জানান, গত ৩ নবেম্বর বিকেলে বাবুরাইল তাঁতিপাড়া এলাকায় চারতলা ভবনটি ধসে পড়ে ঘটনার পরপরই জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
×