ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৫, ৬ নভেম্বর ২০১৯

প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এক প্রতারক। গ্রেফতার আজিজুল ইসলাম ওরফে আজিজ পটিয়া উপজেলার মনসার টেক এলাকার নুরুল আলমের ছেলে। মঙ্গলবার সকালে মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, প্রতারক আজিজ নিজকে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোঃ শফিউল আলমের নিকটাত্মীয় এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার পরিচয় দিত। চাকরি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সে। পুলিশের এসআই পদে, প্রাইমারি স্কুলের শিক্ষক ও কাস্টমসে চাকরির প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ আছে আজিজের বিরুদ্ধে। মাদ্রাসা সুপারের কারাদণ্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় বীরগঞ্জে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ করায় মতিয়ার রহমান (৪৮) নামে এক মাদ্রাসা সুপারের ১ বছর কারাদ-ে দ-িত করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়ামিন হোসেন এই রায় প্রদান করেন। দ-প্রাপ্ত মতিয়ার রহমান বীরগঞ্জ উপজেলার করিমপুর পুলহাট দাখিল মাদ্রাসার সুপার। ইউএনও ইয়ামিন হোসেন জানান, মঙ্গলবার জেডিসি পরীক্ষায় বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মতিয়ার রহমান দায়িত্ব পালন করছিলেন। একজন পরীক্ষার্থীর স্থলে ৯ম শ্রেণীর অপর এক ছাত্রের দ্বারা পরীক্ষা গ্রহণ করেন মতিয়ার রহমান। এই অভিযোগে তাকে ১ বছর কারাদ-ের রায় প্রদান করা হয়।
×