ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করায় শিক্ষককে পিটিয়ে জখম

প্রকাশিত: ১১:১০, ৫ নভেম্বর ২০১৯

জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করায় শিক্ষককে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ৪ নবেম্বর ॥ নকল করা অপরাধে বহিষ্কৃত পরীক্ষার্থী, তার পিতা ও ভগ্নিপতি মিলে এক শিক্ষককে পিটিয়েছে। রবিবার দুপুর আড়াইটার সময় বগা বন্দরে পুলিশ তদন্ত কেন্দ্রের পিছনে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে। বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত ওই পরীক্ষার্থীর নাম হৃদয় হোসেন (১৪) পিতার নাম মোজাম্মেল মৃধা। বগা ইউনিয়নের রাজনগন গ্রামে তার বাড়ি। হৃদয় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়। ঘটনার দিন ছিল ইংরেজী পরীক্ষা। বগা ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ভেন্যু থেকে ওই ছাত্র পরীক্ষা দিচ্ছিল। দুটুর ১২টার দিকে জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল চাকমা ওই ভেন্যুও একটি পরীক্ষা কক্ষে প্রবেশ করেন এবং সন্দেহবশত ওই ছাত্রকে তল্লাশি করার জন্য কক্ষ পরিদর্শক ও সাবপুরা হাইস্কুলের গণিত বিষয়ের শিক্ষক আবদুর রব মৃধাকে নির্দেশ দেন। সেই অনুযায়ী ওই ছাত্রের শরীর তল্লাশী করে নকল উদ্ধার করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। এতে ক্ষুব্ধ হন ওই ছাত্র। তিনি বাসায় গিয়ে তার বাবাকে বিষয়টি জানান। দুপুর দুইটার দিকে শিক্ষক আবদুল রব মৃধা দায়িত্ব শেষে পরীক্ষার হল থেকে বগা বন্দরের বাসায় ফেরার পথে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পিছনে বহিষ্কৃত পরীক্ষার্থী হৃদয়, তার বাবা মোজাম্মেল মৃধা ও ভগ্নিপতি মনিরসহ ৫-৬ মিলে তার ওপর হামলা করে এবং লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তাকে জখম করে। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহিষ্কৃত পরীক্ষার্থী হৃদয়কে গ্রেফতার করে। এ সময় হৃদয়ের বাবা ও ভগ্নিপতি পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে বাউফল থানায় শিক্ষক আবদুল রব মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
×