ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএসএআইডির উপ-প্রশাসক বনি গ্লিক আসছেন

প্রকাশিত: ১০:৪৯, ৪ নভেম্বর ২০১৯

 ইউএসএআইডির  উপ-প্রশাসক  বনি গ্লিক  আসছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-প্রশাসক বনি গ্লিক ঢাকা সফরে আসছেন। ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফরের কর্মসূচী হিসেবে তিনি এ সফরে আসছেন। রবিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে বলা হয়, ইউএসএআইডি উপ-প্রশাসক বনি গ্লিক ২৯ অক্টোবর থেকে ১১ নবেম্বর ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর করবেন। বাংলাদেশে তিনি সরকারী কর্মকর্তা, বাস্তবায়নকারী অংশীদার এবং আমেরিকান চেম্বার অব কমার্সের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। বনি গ্লিক রোহিঙ্গা সঙ্কটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য ইউএসএআইডির উন্নয়ন সহায়তা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফরও করবেন। তিনি ভিয়েতনামে সরকারী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বেসরকারী খাতের অংশীদারদের সঙ্গে সাক্ষাত করবেন। হ্যানয় ও হো চি মিন সিটিতে তিনি নানা অনুষ্ঠান ও বৈঠকে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুলব্রাইট ইউনিভার্সিটি ভিয়েতনামের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাত করবেন বনি গ্লিক।
×