ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের অনুপস্থিতি প্রভাব ফেলবে

প্রকাশিত: ০৯:১৯, ২ নভেম্বর ২০১৯

সাকিবের অনুপস্থিতি প্রভাব ফেলবে

স্পোর্টস রিপোর্টার ॥ মাঝখানে আর মাত্র একদিন। আজকের দিনটির পরই রবিবার থেকে শুরু হয়ে যাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টি২০ সিরিজ। প্রথম টি২০ দিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজও অনুষ্ঠিত হবে। এই ভারত সফরে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অনুপস্থিতি দলে ভালই প্রভাব ফেলবে। এমনই মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ দল এখন আছে ভারত সফরে। দিল্লীতে প্রথম টি২০ হবে। রাত সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে হবে খেলা। এখন দিল্লীতেই আছেন বাংলাদেশ টি২০ দলের ক্রিকেটাররা। তারা স্টেডিয়ামে দুইদিন অনুশীলনও করেছেন। শুক্রবার প্রধান কোচ ডোমিঙ্গো তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও আইসিসির এ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোয় দুই বছর শাস্তি পাওয়া সাকিবকে নিয়ে জানান, ‘বাংলাদেশের একজন বড় খেলোয়াড় সে এবং অনেক খেলোয়াড়ের কাছের বন্ধু। কয়েকজন খেলোয়াড়ের ওপর এর প্রভাব অবশ্যই পড়বে। হ্যাঁ, সে ভুল করেছে এবং এর শাস্তি পাচ্ছে। অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অবশ্যই দলের পারফর্মেন্সে এর প্রভাব পড়বে। কিন্তু এই সিরিজ এবং বিশ্বকাপে (টি২০) আমাদের মনোনিবেশ করতে হবে।’ খুব বেশিদিন হয়নি ডোমিঙ্গো বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন। আগস্টের মাঝামাঝি ডোমিঙ্গোকে প্রধান কোচ করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ আগস্ট বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দেন তিনি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজ হয়। ডোমিঙ্গো তখন ক্রিকেটারদের ভালভাবে পরখ করেন। সাকিবের সঙ্গে খুব বেশিদিন ভালভাবে মেশার সুযোগ হয়নি ডোমিঙ্গোর। ব্যক্তিগতভাবে বোঝার সুযোগ মিলেনি। তবে কোচ ভালভাবেই বুঝতে পেরেছেন সাকিব সবার কতটা প্রিয় ছিলেন। তিনি বলেন, ‘তাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ আমার হয়নি। কিন্তু তারজন্য খেলোয়াড়দের অনেক শ্রদ্ধা। আগেও যেটা বললাম, সে তার ভুলের মাসুল দিচ্ছে।’ সাকিবের অভাব আসলে অপূরণীয়। তা ডোমিঙ্গো ভালভাবেই বুঝতে পারছেন। তাইতো বলেছেন, ‘সে প্রায় তিন নম্বরে ব্যাট করে। শুরুতে বোলিং করে, প্রত্যেক ম্যাচে চার ওভার বল করে। আমাদের অন্যতম শীর্ষ ব্যাটসম্যান সে। তাই ব্যাটিংয়ে নাকি বোলিংয়ে বদল আনতে হবে, সেটা নিয়ে অনেক ভাবতে হচ্ছে। কারণ একসঙ্গে দুটি জায়গায় পরিবর্তন আনা কঠিন। হয়তো এক বিভাগে ঘাটতি রেখে আরেক জায়গায় শক্তিশালী করতে হবে।’ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরাটা কেমন হবে? কোচ বলেন, ‘ক্রিকেটে এক বছর অনেক সময়। আমি এটা নিয়ে ভাবিনি। সাকিবের ফেরাটা কেমন হবে সেই ভাবনা আমার মনে তো নয়ই, কোন খেলোয়াড়ের মনেই আসেনি।’ রবিবার দিল্লীতে প্রথম টি২০’র পর ৭ নবেম্বর রাজকোটে দ্বিতীয় ও ১০ নবেম্বর নাগপুরে তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নবেম্বর ইন্দোরে প্রথম ও ২২ নবেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু হবে। সফরে সাকিবের সঙ্গে নেই বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও। তিনি বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন। সন্তান সম্ভবা স্ত্রীর সঙ্গে থাকতেই তামিম ছুটি নিয়েছেন। সাকিব ও তামিমকে ছাড়া বাংলাদেশ দল ভালই ভুগতে পারে। অবশ্য সাকিবের অভাব বুঝতে দিতে চায় না বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাস যেমন বলেছেন, ‘আমরা আসন্ন সিরিজ নিয়ে চিন্তা করছি। কারণ এমন গুরুত্বপূর্ণ সিরিজে যে কোন কিছুই ঘটতে পারে। ক্রিকেটে অনেক কিছু হয়। আমরা সাকিব ভাইকে ছাড়া খেলেছি। উনি যখন ইনজুরিতে ছিলেন, তখন তাকে ছাড়াই আমরা এশিয়া কাপে খেলেছি। সাকিব ভাইকে ছাড়া আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব। কোন সন্দেহ নেই সাকিব ভাই দলের সেরা ক্রিকেটার। তাকে এই সিরিজে অবশ্যই আমরা খুব মিস করব।’ অন্য কিছু নয়, সামনে যেহেতু টি২০ সিরিজ, তা নিয়েই ভাবছে বাংলাদেশ দল। লিটন জানান, ‘আমাদের দৃষ্টি এখন টি২০ সিরিজে।’
×