ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ রুটে ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০৮:১৪, ২ নভেম্বর ২০১৯

 ঢাকা-ময়মনসিংহ রুটে ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ রেল পথের ত্রিশাল উপজেলার ফাতেমা নগর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকামুখী আন্তঃনগর মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি কোচ লাইনচ্যুত হলে ঢাকা ময়মনসিংহ রুটে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনার পর রিলিফ ট্রেনের উদ্ধার কাজ শেষে শুক্রবার ভোরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জহুরুল হক জানান, নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ফাতেমা নগরে পৌঁছলে বিকট শব্দে ইঞ্জিনসহ এর পেছনের চারটি কোচ রেললাইন থেকে পড়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় কয়েকটি ট্রেন দুই পাশে আটকা পড়লে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
×