ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাদুল্যাপুরে বিদ্যুতস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশিত: ০৮:০৪, ১ নভেম্বর ২০১৯

 সাদুল্যাপুরে বিদ্যুতস্পৃষ্টে চাচা-ভাতিজার  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩১ অক্টোবর ॥ সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় বুধবার রাত ১১টায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আইজল মিয়া (৪০) উজ্জল মিয়া (১৮) নামে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ সময় হারুন (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত আইজল ও উজ্জল স¤পর্কে চাচা-ভাতিজা। আইজল মিয়া ওই ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। আইজল পেশায় গরু ব্যবসায়ী ছিল। স্থানীয়রা জানান, রাতে বাড়ির পার্শ্ববর্তী কাতলার বিলে মাছ ধরতে যায় আইজল, উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামতে পাশের একটি ধানের জমি দিয়ে যাওয়ার সময় ইঁদুর মারার জন্য ওই জমিতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় আইজল, উজ্জল ও হারুন মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যায় আইজল ও উজ্জল মিয়া এবং হারুন মিয়া আহত হয়। নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইঁদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যায় পূর্ব দামোদরপুর গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন ফুলমিয়া। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় এই হতাহতের ঘটনা ঘটে। শেরপুরে যুবক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শেরপুরের পল্লীতে নিজের ইজিবাইক চার্জ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সামিদুল হক (৩২) নামে এক যুবক। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া কান্দাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সামিদুল স্থানীয় ওহাব আলীর ছেলে ও ২ সন্তানের জনক। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ জানান, ইজিবাইক মালিক-চালক সামিদুল হক নিজ বসতবাড়িতে বুধবার রাতে ইজিবাইক চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইজিবাইকের চার্জারের বৈদ্যুতিক লাইন খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে সে। পরে গুরুতর অবস্থায় সামিদুলকে পরিবারের লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে বৃহস্পতিবার সকালে ভেজা কাঁথা রোদে শুকাতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার দিন সকালে ধীতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী বিউটি আক্তার (৪০) ভেজা কাঁথা রোদে শুকানোর জন্য তারের মাঝে ঝোলাতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়া ওই গৃহবধূ ছিটকে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিতলমারীতে কৃষক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুতস্পৃষ্টে বিধান বিশ্বাস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামের ছোট বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হন। তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×