ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ের জনপদে সড়কবাতির আলো

প্রকাশিত: ০৯:৫৭, ৩১ অক্টোবর ২০১৯

 আত্রাইয়ের জনপদে সড়কবাতির  আলো

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আত্রাই উপজেলার বিভিন্ন জনপদ এখন সড়কবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিভিন্ন সড়ক ও রাস্তার মোড়, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে সড়কবাতি স্থাপিত হওয়ায় এসব এলাকা এখন আলোকিত হয়ে উঠেছে। সরকারের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের অর্থ দ্বারা এসব স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। জানা গেছে, আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে এ পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৫৬৯ টাকা ব্যয়ে ২৮০টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা ইউনিয়নে ২৭টি, ভোঁপাড়া ইউনিয়নে ৩৮টি, আহসানগঞ্জ ইউনিয়নে ৩০টি, পাঁচুপুর ইউনিয়নে ৮৭টি, বিশা ইউনিয়নে ৪৪টি, মনিয়ারী ইউনিয়নে ২৫টি, কালিকাপুর ইউনিয়নে ১৪টি ও হাটকালুপাড়া ইউনিয়নে ১৬টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। ইডকল প্রতিনিধি সোলার ইন কোম্পানি কর্তৃক সরবারাহকৃত প্রত্যেকটি স্ট্রিটলাইটের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৫৬ জাহার ৪৯০ টাকা। এ প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতর।
×