ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু বার্টি-ওসাকার

প্রকাশিত: ১১:৩২, ২৯ অক্টোবর ২০১৯

জয়ে শুরু বার্টি-ওসাকার

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ বড় টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালস। শেনঝেনে রবিবার পর্দা উঠলো এবারের আসরের। ডব্লিউটিএ ফাইনালস থেকে শুরুতে যে রকম প্রত্যাশা থাকার সেটাই হলো। প্রথম দিনেই দর্শকরা উপহার পেলেন দারুণ রোমাঞ্চকর দুটি ম্যাচ। জয় নিয়েই শুরু করেছেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এ্যাশলে বার্টি এবং দুটি গ্র্যান্ডস্লামের মালিক নাওমি ওসাকা। দিনের প্রথম ম্যাচে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা নাওমি ওসাকা তিন সেটের লড়াইয়ে হারালেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভাকে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার এ্যাশলি বার্টি প্রথম সেট হেরেও বেলিন্ডা বেনচিচকে হারালেন। দক্ষিণ চীনের শহর শেনজেনে জাপানের নাওমি ওসাকার শুরুটা হল নিজের পুরনো লজ্জার ইতিহাস মুছে ফেলে। গত মৌসুমে ডব্লিউটিএ ফাইনালসে খেলেছিলেন প্রথমবার। সে বার জিততে পারেননি একটিও ম্যাচ। আর এ বার নিজের টানা ১১ নম্বর ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে প্রথম জয়ও তুলে নিলেন ডব্লিউটিএ ফাইনালসে। দুই ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে নাওমি ওসাকা জিতলেন ৭-৬, ৪-৬, ৬-৪ সেটে। চেক প্রজাতন্ত্রের কেভিতোভা যথেষ্ট লড়াই করলেও তৃতীয় সেটে তা আর চালিয়ে যেতে পারেননি। ম্যাচের শেষে এমন জয়ে শুরু করতে পেরে দারুণ খুশি নাওমি ওসাকা। এ প্রসঙ্গে সদ্যই ২২ বছরে পা রাখা জাপানি তারকা বলেন, ‘প্রথম রাউন্ডে আমি মোটেও ভাল খেলোয়াড় না। তবে এবার এই জয় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তাছাড়া আমি মনে করি, এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে আপনাকে শুরু থেকেই ভাল খেলতে বাধ্য করবে।’ গত বছর বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ওসাকা। টানা দুটি মেজর শিরোপা জিতে গড়েন নতুন নজির। এরপর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন তিনি। তবে ডব্লিউটিএ ফাইনালসে কেভিতোভা শুরুতে বেশ চাপে রেখেছিলেন ওসাকাকে। এ প্রসঙ্গে তৃতীয় বাছাই ওসাকার মন্তব্য, ‘পেত্রা শুরু থেকেই আমাকে বেশ চাপে রেখেছিল। যে কারণেই তার বিপক্ষে ম্যাচে আমার নিজের খেলার ধরনটা পাল্টাতে হয়।’ দিনের আরেক ম্যাচে এ্যাশলে বার্টির মুখোমুখি হন বেলিন্ডা বেনচিচ। সেই ম্যাচে এক নম্বর বার্টিও শুরুতেই ধাক্কা খেয়ে যান। সুইজারল্যান্ডের তরুণ প্রতিভাবান খেলোয়াড় বেলিন্ডা বেনচিচ প্রথম সেট ছিনিয়ে নেন অস্ট্রেলিয়ার বার্টির কাছ থেকে। দ্বিতীয় সেটেই অবশ্য প্রবলভাবে ম্যাচে ফেরেন ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত তার সঙ্গে আর পেরে উঠেননি বেনচিচ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান তারকা ম্যাচ জিতে নেন ৫-৭, ৬-১ এবং ৬-২ সেটে। দ্বিতীয় আর তৃতীয় সেটে বার্টির সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন সুইস তারকা। এ্যাশলে বার্টি এ মৌসুমেই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান। ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। ডব্লিউটিএ ফাইনালসে প্রথম দিনের দুটি ম্যাচই ছিল রেড গ্রুপের। ম্যাচ জেতার পয়েন্ট এবং গেমের জয়-হারের অনুপাত অনুযায়ী গ্রুপে এখন এক নম্বরে অবস্থান করছেন এ্যাশলে বার্টি। দুইয়ে রয়েছেন জাপানের নাওমি ওসাকা। তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। ডব্লিউটিএ ফাইনালসে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা ৮ জন খেলোয়াড় খেলার সুযোগ পান। সোমবার পার্পল গ্রুপের দুটি ম্যাচে মুখোমুখি হন ক্যারোলিনা পিসকোভা বনাম এলিনা সিতলিনা। আরেক ম্যাচে বিয়াঙ্কা আন্দ্রেস্কুর মুখোমুখি হন সিমোনা হ্যালেপ। এ মৌসুমে হ্যালেপ এবং আন্দ্রেস্কু উভয়েই গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন। রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপ উইম্বলডনের মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপার দেখা পান। অন্যদিকে আন্দ্রেস্কু ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান।
×