ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলার ঘটনায় বিপ্লবসহ তিনজনের রিমান্ড শুরু

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ অক্টোবর ২০১৯

 ভোলার ঘটনায় বিপ্লবসহ  তিনজনের রিমান্ড শুরু

হাসিব রহমান, ভোলা থেকে ॥ বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারের কটূক্তিমূলক মেসেজের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারকৃত সংখ্যালঘু যুবক বিপ্লবসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড সোমবার থেকে শুরু হয়েছে। অপর দিকে ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে আপত্তিকর মেসেজ কেন্দ্র করে সহিংস ঘটনায় নতুন করে ৬ দফা দাবি জানিয়েছে মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছেন। ভোলার বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত বিপ্লব চন্দ্র শুভ, ইমন ও শাকিলের ৩ দিনের রিমান্ড সোমবার থেকে শুরু হয়েছে। তবে এখনও গুরুত্বপূর্ণ কোন তথ্য পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৩ জনকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ভোলা জেলা সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার ও সম্পাদক মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাঈম সাক্ষরিত স্মারক লিপিতে উল্লেখ করা হয়, মহানবী (সা) সম্পর্কে কটূক্তি করা বিষয়টি ক্ষমার অযোগ্য অপরাধ। এ বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। ফেসবুকে কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বোরহানউদ্দিনের ঘটনায় পুলিশের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি ও উস্কানি ছাড়াই তৌহিদী জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। এছাড়াও সংখ্যালঘুদের বাড়ি ও মন্দির ভাংচুরের ঘটনা সাজানো ধারণা করে বিচার বিভাগীয় তদন্ত এবং ওই ঘটনায় আহতদের সুচিকিৎসার দাবি জানান। ওই সংগঠনের মুখপাত্র ও যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান, তারা তাদের স্মারক লিপির অনুলিপি পুলিশ সুপার বরাবরেও দিয়েছে। এ সময় উপস্থিতি ছিলেন, ওই সংগঠনের মুখপাত্র ও যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি আতাউর রহমান, সহ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আক্তার হোসেন প্রমুখ।
×